হোম > খেলা > ক্রিকেট

সেরা দশে বোলার সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইসিসি বোলিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে ওয়ানডে র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেই তালিকায় বোলিং র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন সাকিব। ব্যাটিংয়েও এগিয়েছেন তিন ধাপে।

জিম্বাবুয়ে সিরিজটা এবার সাকিবের কাছে ধরা দিয়েছে নিজেকে ফিরে পাওয়ার সিরিজ হিসেবে। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৯৬ রানের ইনিংস খেলে ব্যাটিংয়ে ছন্দে ফিরেছেন বাঁহাতি অলরাউন্ডার। বোলিংয়ে অবশ্য ধারাবাহিক ভালো করে আসছেন। জিম্বাবুয়ের বিপক্ষে কাল শেষ হওয়া ওয়ানডে সিরিজে ম্যাচে ৫ উইকেটসহ পেয়েছেন ৮ উইকেট। সেটির পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে একটা বড় লাফ দিয়েছেন সাকিব। ব্যাটিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮ নম্বরে আছেন বাঁহাতি অলরাউন্ডার।

ব্যাটসম্যানদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে কাল সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবালেরও। দারুণ এক ইনিংসে এক ধাপ এগিয়ে বাঁহাতি ওপেনার আছেন তালিকার ২৩ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছেন মুশফিকুর রহিম—১৪তম। মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪১ নম্বরে, লিটন দাস ৪৫ আর ওয়ানডে সিরিজ না খেলা সৌম্য সরকার আছেন ৫৬ নম্বরে।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু