হোম > খেলা > ক্রিকেট

আইসিসির কাছে ক্রিকেটের যে নিয়ম বদলাতে বলেছেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

আইসিসির কাছে একটি নিয়ম বদলানোর অনুরোধ মোহাম্মদ শামির। ছবি: ক্রিকইনফো

ক্রিকেটে ঘন ঘন নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বলে থুতু লাগানো তো আইসিসি অনেক আগে থেকেই নিষিদ্ধ করেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে এই নিয়মটি বদলানোর অনুরোধ করেছেন মোহাম্মদ শামি।

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন পর্যন্ত বলে থুতু ব্যবহারের সুযোগ ছিল। কিন্তু করোনা মহামারির কারণে থুতু লাগানো স্থায়ীভাবে নিষিদ্ধ করে আইসিসি। শামির মতে বলে থুতু দিলে রিভার্স সুইং করাটা পেসারদের জন্য অনেক সহজ হয়। দুবাইয়ে গতকাল চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদমাধ্যমকে ভারতীয় এই পেসার বলেন, ‘রিভার্স সুইং করানোর চেষ্টা করছি আমরা। কিন্তু থুতু ব্যবহারের সুযোগ যে নেই। থুতুর সুযোগ দিতে আমরা আবেদন করছি। সেটা হলে রিভার্স সুইং করে মজা পাওয়া যাবে।’

আইসিসি ইভেন্টেই শামিকে দেখা যায় ভিন্ন রূপে। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ উইকেট নিয়েছেন তিনি। আর সবশেষ দুই ম্যাচে ভারত চার স্পিনার ও দুই পেসার নিয়ে খেলছে। হার্দিক পান্ডিয়া খেলছেন পেস বোলিং অলরাউন্ডার নিয়ে। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ে গতকাল ৩ উইকেট নিয়েছেন। তার ওপর জসপ্রীত বুমরা নেই এই টুর্নামেন্টে। দায়িত্ব যতই বাড়ুক, শামি তাতে ঘাবড়াচ্ছেন না। ৩৪ বছর বয়সী ভারতীয় পেসার বলেন, ‘ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছি। দলে দুজন পূর্ণ পেসার না থাকলে দায়িত্ব বেড়ে যায়। সেই বাড়তি দায়িত্ব কাঁধে নিতেই হবে।’

চার ম্যাচের চারটিতে জিতে ফাইনালে উঠেছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত এ সপ্তাহের রোববার গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে কিছুটা চাপে পড়েছিল ঠিকই। তবে সেটা ছিল সাময়িক সময়ের জন্য। ৪৪ রানে কিউইদের হারিয়েছে ভারত। আর গতকাল দুবাইয়ে অস্ট্রেলিয়ার দেওয়া ২৬৫ রানের লক্ষ্য দুবাইয়ের ট্রিকি কন্ডিশনে সাবলীলভাবে খেলেছে।

বল পুরোনো হলে এক পাশ উজ্জ্বল ও শক্ত করতে থুতু এক সময় দিতেন পেসাররা। তাতে করে রিভার্স সুইং করা যেত সহজে। তবে ২০২০ সালে করোনা মহামারির কারণে চিকিৎসকদের পরামর্শে বলে থুতু ব্যবহার নিষিদ্ধ হয়েছে। রিভার্স সুইংও ধীরে ধীরে কমে গেছে।

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের