হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে বাবরদের দারুণ সম্ভাবনা দেখছেন ওয়াকার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দারুণ সম্ভাবনা দেখছেন দেশটির সাবেক ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনিস। গত বছরের বিশ্বকাপে দারুণ খেলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাবর আজমের দলকে। তবে সেই ভুল শোধরে অস্ট্রেলিয়ায় পাকিস্তান ইতিবাচক ফল পাবে বলেই বিশ্বাস ওয়াকারের। বিশ্বকাপে অধিনায়ক বাবর পাকিস্তান দলের তুরুপের তাস হবেন বলেও মনে করেন তিনি। 

বর্তমানে দারুণ ছন্দে আছে পাকিস্তান ক্রিকেট দল। সব সংস্করণে গুছানো দল হিসেবে নজর কেড়েছে দলটি। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ দল হিসেবেও পরিচিতি পেয়েছে তারা। এই দলটির বিশ্বকাপে দারুণ কিছু করার সম্ভাবনা আছে উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করার দারুণ সুযোগ আছে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। পাকিস্তান দলে ভালো ব্যাটার আছে, যারা এই কন্ডিশনে ভালো খেলতে পারে।’ 

বিশ্বকাপে অধিনায়ক বাবরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘টপ অর্ডারে অবশ্যই বাবর গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন। আমার মনে হয়, সব সময়ের মতোই তার প্রভাব থাকবে। আর রিজওয়ানও ভালো খেলছে। এ ছাড়া তাদের বোলিং আক্রমণও বিশ্বমানের।’ 

পাকিস্তানের পেস বোলিং আক্রমণ নিয়ে ওয়াকার আরও বলেছেন, ‘গত বছর আমরা ৬-৭ জন পেস বোলার খেলিয়েছি। তারা সবাই ভালো করেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ আসলেই বেশ ভালো।’ 

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের