হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে বাবরদের দারুণ সম্ভাবনা দেখছেন ওয়াকার

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের দারুণ সম্ভাবনা দেখছেন দেশটির সাবেক ফাস্ট বোলিং কিংবদন্তি ওয়াকার ইউনিস। গত বছরের বিশ্বকাপে দারুণ খেলেও সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বাবর আজমের দলকে। তবে সেই ভুল শোধরে অস্ট্রেলিয়ায় পাকিস্তান ইতিবাচক ফল পাবে বলেই বিশ্বাস ওয়াকারের। বিশ্বকাপে অধিনায়ক বাবর পাকিস্তান দলের তুরুপের তাস হবেন বলেও মনে করেন তিনি। 

বর্তমানে দারুণ ছন্দে আছে পাকিস্তান ক্রিকেট দল। সব সংস্করণে গুছানো দল হিসেবে নজর কেড়েছে দলটি। ব্যাটে-বলে ভারসাম্যপূর্ণ দল হিসেবেও পরিচিতি পেয়েছে তারা। এই দলটির বিশ্বকাপে দারুণ কিছু করার সম্ভাবনা আছে উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘বিশ্বকাপে ভালো কিছু করার দারুণ সুযোগ আছে পাকিস্তানের। অস্ট্রেলিয়ার উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। পাকিস্তান দলে ভালো ব্যাটার আছে, যারা এই কন্ডিশনে ভালো খেলতে পারে।’ 

বিশ্বকাপে অধিনায়ক বাবরকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে উল্লেখ করে ওয়াকার বলেছেন, ‘টপ অর্ডারে অবশ্যই বাবর গুরুত্বপূর্ণ ব্যাটার হবেন। আমার মনে হয়, সব সময়ের মতোই তার প্রভাব থাকবে। আর রিজওয়ানও ভালো খেলছে। এ ছাড়া তাদের বোলিং আক্রমণও বিশ্বমানের।’ 

পাকিস্তানের পেস বোলিং আক্রমণ নিয়ে ওয়াকার আরও বলেছেন, ‘গত বছর আমরা ৬-৭ জন পেস বোলার খেলিয়েছি। তারা সবাই ভালো করেছে। পাকিস্তানের বোলিং আক্রমণ আসলেই বেশ ভালো।’ 

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ