হোম > খেলা > ক্রিকেট

বুনের কাছে চট্টগ্রাম টেস্ট স্মরণীয় হয়ে থাকবে যে কারণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে 

চট্টগ্রাম টেস্টে শেষবারের মতো ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন ডেভিড বুন। ছবি: এক্স

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এই টেস্ট সিরিজের আগেও তিনি বাংলাদেশে এসে ম্যাচ পরিচালনা করেছেন বেশ কয়েকবার। তবে এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে। এই সিরিজ দিয়েই ম্যাচ রেফারি জীবনের শেষ অধ্যায় হতে যাচ্ছে অস্ট্রেলীয় কিংবদন্তির।

৬৫ বছরে পা রাখা বুন প্রায় ১৪ বছর আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন পর্যন্ত ৮৬ টেস্ট, ১৮৩ ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারি থেকেছেন তিনি। তাঁর শেষের সঙ্গে শুরুতেও জড়িয়ে আছে জিম্বাবুয়ে। ২০১১ সালে প্রথমবার রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বুন। বুলাওয়েতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলেছিল। দীর্ঘ এই সময় ক্রিকেটের সঙ্গে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকার পর এবার নিজ থেকেই অবসর নিতে চাইছেন তিনি। তবে ক্রিকেটকে পুরোপুরি বিদায় জানাচ্ছেন না।

সূত্র জানিয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) উপদেষ্টা বা পরামর্শক হিসেবে দায়িত্ব পালনের প্রস্তাব পেয়েছেন বুন। দেশ-বিদেশে ঘুরে ঘুরে ম্যাচ রেফারির দায়িত্ব পালনের অধ্যায় শেষ করে এবার নিজ দেশেই ক্রিকেট জীবনের বাকি সময় কাটাতে চান অস্ট্রেলীয় কিংবদন্তি।

আইসিসির অভিজ্ঞ ম্যাচ রেফারির বিদায়ে সম্মান জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, চট্টগ্রাম টেস্টের শেষ দিনে বিসিবির আম্পায়ার্স বিভাগ থেকে ডেভিড বুনকে একটি ক্রেস্ট উপহার দেওয়া হবে। একইসঙ্গে ম্যাচ রেফারিদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নেওয়ারও কথা রয়েছে তাঁর।

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট

চট্টগ্রামকে পেছনে ফেলে রংপুর কি শীর্ষে ফিরতে পারবে