হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে চিন্তা বাড়িয়েই চলেছে উদ্বোধনী জুটি 

নিজস্ব প্রতিবেদক

তামিম ইকবালের সরে যাওয়ার পর থেকে টি-টোয়েন্টিতে ভালো একটা উদ্বোধনী জুটি পাচ্ছে না বাংলাদেশ। একেক ম্যাচে একেকজনকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও এর সমাধান করতে পারেনি টিম ম্যানেজমেন্ট। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা বাড়াচ্ছে ওপেনিং জুটি। 

কিছুদিন আগে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ‘মেক শিফট’ ওপেনিং জুটিতে কিছুটা স্বস্তির দেখা মিলেছে। সাব্বির রহমানের সঙ্গে দারুণ শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টেও সেটা করবে কি না, তা নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। 

আজ মিরপুরে এ বিষয়ে কথা বলেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই ওপেনিং সমস্যার সমাধান খুঁজে বের করবেন তাঁরা। 

ওপেনিং জুটি নিয়ে টিম ম্যানেজমেন্টের ভাবনা জানতে চাইলে সুমন বলেছেন, ‘এখনো আমরা এটা (ওপেনিং জুটি) নিয়ে কাজ করছি, কে হবে না হবে। এশিয়া কাপে শেষ ম্যাচে আমরা একটা ভিন্ন কম্বিনেশনে গিয়েছিলাম। তবে এখন যেহেতু বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে খেলা, সেখানে আমরা কাউকে মেক শিফট ওপেনার করব কি না, নাকি নিয়মিত ওপেনার নিয়ে খেলব, তা নিয়ে এখনো আলোচনার বাকি আছে।’ 

দ্রুতই সমাধান হবে জানিয়ে সুমন বলেছেন, ‘হাতে কিছু সময় আছে, এই কদিনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব যে মেক শিফট ওপেনার নিয়ে চেষ্টা করব, নাকি জেনুইন ওপেনার।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক