হোম > খেলা > ক্রিকেট

মালিঙ্গার তোপ-হেমন্তর ঘূর্ণি, পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    

ইমার্জিং এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা। ছবি: এসিসি

দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়েও ছন্দ ধরে রেখেছেন ব্যাটাররা। ইমার্জিং এশিয়ার কাপের সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। ৬ বছর পর আবারও ফাইনালে উঠেছে লঙ্কানরা। সবশেষ ২০১৮ ইমার্জিংয়ে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে (মিনিস্ট্রি টার্ফ ১) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ‘এ’ দল। ওপেনার উমায়ের ইউসুফের ফিফটিতে ৯ উইকেটে ১৩৫ রান তোলে তারা। স্পিনার দুশান হেমন্ত ও এশান মালিঙ্গার তোপেরমুখে সুবিধা করতে পারেননি পাকিস্তানের ব্যাটাররা।

১৩৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২১ বল হাতে রেখে জয় পায় দুইবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লাহিরু উদারার ঝোড়ো ইনিংসের সঙ্গে আহান বিক্রমাসিংহের অপরাজিত ফিফটি, ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। দলীয় ২৪ রানে যশোদা লঙ্কা ১১ রানে আউট হলেও দ্বিতীয় উইকেটে দুর্দান্ত ৬৪ রানের জুটি গড়েন উদারা ও বিক্রমাসিংহে।

২১৫.০০ স্ট্রাইকরেটে ৪ ছয় ও ২ চারে ৪৩ রানে ঝোড়ো ইনিংস খেলে উদারা আউট হলেও জয় নিয়ে মাঠ ছেড়েছেন বিক্রমাসিংহে। ৪৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলেন বিক্রমাসিংহে। ইনিংসে ছিল ৪ চার ও ১ ছক্কা। তার সঙ্গে ১৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন সাহান আরাচিগে।

এর আগে হেমন্তর দুর্দান্ত বোলিংয়ে ১৩৫ রানে থামে পাকিস্তানের ইনিংস। ওপেনার উমায়ের ইউসুফের সৌজন্যেই মূলত স্কোরটা ১৩০ পেরোয় তাদের। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে রেখে ৪৬ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন উমায়ের। ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৫টি চার।

২১ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার হেমন্ত। তার আগে টপ অর্ডার ভেঙে দিয়ে ২ উইকেট নিয়েছেন মালিঙ্গা। দুটি উইকেট নিয়েছেন নিপুন রানসিকাও।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’