হোম > খেলা > ক্রিকেট

সরফরাজ-শাকিলের নতুন কীর্তি, স্বস্তিতে পাকিস্তান

অম্লমধুর দিনই কাটল পাকিস্তানের। দুপুরে প্রভাত জয়াসুরিয়ার ঘূর্ণির সামনে মাথা তুলে দাঁড়াতেই হিমশিম খাচ্ছিল স্বাগতিক দলের টপ-অর্ডাররা। অবশ্য পাকিস্তানকে প্রথম ধাক্কাটা দেন কাসুন রাজিথা। ওপেনার ইমাম-উল-হক ফেরার পর কোথায় প্রতিরোধ গড়বে, উল্টো দলীয় শতক পেরোতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। তার তিন উইকেটেই গেছে জয়াসুরিয়ার পকেটে। 

শুরুতে যে প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তন, সেটি তারা দেখায় ষষ্ঠ উইকেটে। আগা সালমানকে নিয়ে ১৪৮ বলে ১২০ রানের জুটি গড়েন সৌদ শাকিল। শেষ সেশনে আর উইকেটের দেখা পায়নি শ্রীলঙ্কা। পাকিস্তান আগামীকাল গল টেস্টের তৃতীয় দিন শুরু করবে ৫ উইকেটে ২২১ রান নিয়ে। স্বাগতিকদের চেয়ে ৯১ রান পিছিয়ে তারা। শাকিল ৬৯ ও সালমান ৬১ রানে অপরাজিত আছেন। 

চাপের মুখে ফিফটি করে এক রেকর্ড গড়েছেন শাকিল। এ নিয়ে ষষ্ঠ টেস্ট খেলছেন এই বাঁহাতি মিডল-অর্ডার ব্যাটার। প্রত্যেক টেস্টেই ফিফটি করে বিরল এক রেকর্ড গড়েছেন তিনি। নিজের প্রথম ছয় টেস্টের প্রত্যেকটিতে ফিফটি করার কীর্তি আছে শুধু সুনীল গাভাস্কার, বাসিল বুচার, সাঈদ আহমেদ ও বার্ট সাটক্লিফের। 

সালমানের সঙ্গে জুটির আগে শাকিল ছোট হলেও আরেকটি গুরুত্বপূর্ণ ২৮ রানের জুটি গড়েন সরফরাজ আহমেদের সঙ্গে। দিনের শেষ উইকেট হিসেবে জয়াসুরিয়ার এলবিডব্লু হন সরফরাজ। ১৭ রান করার পথে নতুন এক মাইলফলকে পা রেখেছেন পাকিস্তানি উইকেটরক্ষক। দেশটির প্রথম উইকেটরক্ষক হিসেবে টেস্টে ৩ হাজার রান করলেন তিনি। এই কীর্তি গড়তে তাঁর লেগেছে ৯১ ইনিংস। সরফরাজের আগে পাকিস্তানের উইকেটরক্ষক হিসেবে টেস্টে সর্বোচ্চ ২৭৪১ রানের মালিক ছিলেন মঈন খান। 

গল টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ১০ তম টেস্ট সেঞ্চুরি উদ্‌যাপন করেন ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথম দিন ৯৪ রানে অপরাজিত ছিলেন তিনি। ১২২ রানে নাসিম শাহর তৃতীয় শিকার হিসেবে সাজঘরে ফেরেন তিনি। স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৩১২ রানে। ৬ উইকেটে ২৪২ রান নিয়ে দিন শুরু করে শ্রীলঙ্কা। আগেরদিন তাদের টপ-অর্ডারদেরও পরীক্ষা দিতে হয় পাকিস্তানি পেসারদের সামনে। ৪ উইকেট হারিয়েছিল ৫৪ রানে।

নোয়াখালীকে হ্যাটট্রিক হারের লজ্জা দিল রাজশাহী

কাঁপাচ্ছেন রিশাদ, উড়ছে হোবার্টও

বিপিএলে নতুন কোচ নিল ঢাকা

‘সোনার বাংলা’ নামে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট আনছে বিসিবি

দুই দিনে টেস্ট শেষ হওয়ায় মেলবোর্নকে বাজে রেটিং দিল আইসিসি

সাকিব ভাইকে সবাই পেতে চায়: তাসকিন

‘মোস্তাফিজ ৯ কোটির জায়গায় ১৮ কোটি পেলেও অবাক হতাম না’

রংপুরের কাছে এবার উড়ে গেল চট্টগ্রাম

বিসিএলে প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন মোস্তারি

আগুনে বোলিংয়ে তাসকিনদের রেকর্ডে ভাগ বসালেন পাকিস্তানি ক্রিকেটার