তারকাপুত্র হলে এই এক জ্বালা। যা-ই ঘটে, খবরের শিরোনাম হতে হয়। শচীন টেন্ডুলকারের পুত্র হলে তো কথাই নেই। তবে শুধু খবর নয়, বড় খবর নিয়েই শিরোনামে এসেছেন শচীনপুত্র অর্জুন টেন্ডুলকার। এবারের মৌসুমে রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলবেন কিংবদন্তি ক্রিকেটার টেন্ডুলকারের পুত্র।
ভারতীয় ক্রিকেটের আরেক সম্ভাবনাময় ক্রিকেটার পৃথ্বী শর নেতৃত্বে খেলবেন অর্জুন। ২০১৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাজয়ী দলের অধিনায়ক ছিলেন পৃথ্বী। জাতীয় দলের হয়েও অভিষেক হয়েছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ ভাবা এই ব্যাটারের। গত মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এবারই প্রথম অধিনায়কত্বের গুরুদায়িত্ব উঠছে তাঁর কাঁধে।
বাবার পথে কতটা হাঁটতে পারবেন অর্জুন সেটা সময়ই বলে দেবে। তবে ক্যারিয়ারের শুরুতে এখনো সেভাবে আলো কাটতে পারেননি এই অলরাউন্ডার। গত বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে মুম্বাইয়ের হয়ে খেলেছিলেন অর্জুন। তবে দুই ম্যাচে বেশি খেলার সুযোগ পাননি। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩৪ রান দিয়ে নেন ১ উইকেট। পরের ম্যাচে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট। ব্যাটিংয়ে করেন মোটে ৩ রান।