হোম > খেলা > ক্রিকেট

টানা দুই জয়ে সিরিজ বাংলাদেশের মেয়েদের

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতেও বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল। বুলাওয়েতে আজ দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ নিশ্চিত করেছে ফাহিমা খাতুনের দল। 

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে ৫০ রানও করতে পারেনি জিম্বাবুয়ের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে অবশ্য এক শ পার করেছে জিম্বাবুয়ে। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে ১২১ রানের সংগ্রহ পায় স্বাগতিক জিম্বাবুয়ে। ১২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১০ রানের সময় ফিরে যান ওপেনার শারমিন আক্তার। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ১১৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। মুরশিদা ৬৫ বলে ৫১, ফারজানা ৬৮ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন। 

এর আগে ইনিংসের প্রথম বলেই দলকে সাফল্য এনে দেন তারকা পেসার জাহানারা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় জিম্বাবুয়ের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান এসেছে নিয়াশা গুয়ানজুরা ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দুইটি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক