নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ক্রিকেটাররা। প্রথম ধাপে আট জনের পর দ্বিতীয় ধাপে ফিরেছেন আরো পাঁচজন। এক মাসের সফর শেষে আজ সকালে দেশে ফিরেছেন মুশফিকুর রহিম, ইবাদত হোসেনরা।
গতকাল প্রথম ধাপে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে ৮ ক্রিকেটার দেশে ফিরেছেন। আজ মুশফিকদের সঙ্গে ফিরেছেন তিনজন কোচিং স্টাফ। এ নিয়ে দুই ধাপে ফিরেছেন ক্রিকেটাররা। তৃতীয়ধাপে ফিরবেন আরো কয়েকজন।
ঘরের মাঠে বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ শ্রীলঙ্কা। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে লঙ্কানদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা মুমিনুলদের।