হোম > খেলা > ক্রিকেট

হাত মেলাননি লঙ্কান ক্রিকেটাররা

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘টাইমড আউট’ নিয়ে লঙ্কান ক্রিকেটাররা যে ক্ষুব্ধ, এটা তাঁদের শরীরী ভাষাতেই বোঝা গেছে। তাঁদের ক্ষোভের কারণটাও অজানা নয়। ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ।

কিন্তু নিয়মের মধ্যে থেকে ম্যাথুসকে ‘টাইমড আউট’ করাটা যদি ক্রিকেটীয় চেতনার পরিপন্থী হয়, তাহলে ম্যাচ শেষে লঙ্কানদের আচরণটাকে কী বলবেন! খেলা শেষে লঙ্কান ক্রিকেটাররা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাতই মেলালেন না।

লঙ্কানদের ২৭৯ রান তাড়া করে ৩ উইকেটে জিতে যাওয়ার পর যখন দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর কথা, তখন বাংলাদেশ দলের খেলোয়াড়-কোচরা ড্রেসিংরুম থেকে নেমে এলেও লঙ্কান ক্রিকেটাররা আগেই মাঠ ছেড়ে চলে যান। বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়েছেন শুধু লঙ্কান কোচরাই।

লঙ্কানদের এই আচরণ ক্রিকেটীয় চিরন্তন চেতনার পরিপন্থী বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। পাকিস্তানের সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে হাত মেলায়নি শ্রীলঙ্কা। অধিনায়ক কুশল মেন্ডিস প্রতিপক্ষকে অভিবাদন জানানোর বদলে পুরো দল নিয়ে উঠে যান।’

ম্যাচ শেষে সাকিবও জানালেন, লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তাঁদের হাত মেলানো হয়নি। সাকিবের ভাষায়, ‘খেলা শেষে কোনো কথা হয়নি। আমরা (হাত) মেলাইনি না, ওরা চলে গেছে।’

আইসিসিকে বাংলাদেশের চিঠি পাঠানোর প্রশ্নে যা বলছে ভারতীয় বোর্ড

টানা ৬ হারের পর অবশেষে নোয়াখালীর জয়

আইসিসি থেকে বিসিবি বছরে আসলে কত টাকা পায়

বাংলাদেশ সিরিজের দল নিয়েই বিশ্বকাপ খেলবে আয়ারল্যান্ড

প্রথম বোলার হিসেবে বিপিএলে দুবার হ্যাটট্রিকের কীর্তি মৃত্যুঞ্জয়ের

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও