শূন্যে লাফ দিয়ে হেলমেটসহ বাতাসে ঘুষি মারার উদ্যাপনটাকে একরকম নিজের করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। সেঞ্চুরির পর সাধারণত এমন উদ্যাপনই করেন অস্ট্রেলিয়ান ওপেনার। তাঁর মতো উদ্যাপনই আজ বিশাখাপত্তনমে করলেন যশস্বী জয়সওয়াল।
এরপর অবশ্য নিজের ট্রেডমার্ক উদ্যাপন করেছেন জয়সওয়াল। ব্যাট, হেলমেট ও গ্লাভস মাটিতে ফেলে দুই হাত উঁচু করা সেই উদ্যাপন। আজকেরটা যেন অতীতের সব উদ্যাপনকেই ছাড়িয়ে গেছে। তা অবশ্য যাওয়ারই কথা। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি বলে কথা।
ডাবল সেঞ্চুরিটাই করেছেন দেখার মতো। অনেকে যখন সেঞ্চুরি কিংবা কোনো মাইলফলকের কাছে এসে একটু নার্ভাস থাকেন, তখন বাউন্ডারি মেরে সেই সব মুহূর্ত স্মরণীয় করে রাখেন জয়সওয়াল। আজও তাই করলেন। সেটিও মজার এক বল পেয়ে। ইংল্যান্ডের অভিষিক্ত স্পিনার শোয়েব বশিরের ফুল টস বলকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে। এর আগের বলেই আবার ছক্কা মেরেছেন তিনি। আর প্রথম দিন সেঞ্চুরিও করেছিলেন ছক্কা মেরেই।
অন্যদিকে ভারতের চতুর্থ বাঁহাতি ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন জয়সওয়াল। তাঁর আগে এই কীর্তি গড়েছেন তিন সাবেক গৌতম গম্ভীর, কাম্বলি ও সৌরভ গাঙ্গুলি।
বিশাখাপত্তনমে আজ ১৭৯ রান নিয়ে দিন শুরু করেছিলেন জয়সওয়াল। তবে ডাবল সেঞ্চুরি করার পর বেশিক্ষণ থাকতে পারেননি ক্রিজে। ২৯০ বলে তাঁর ২০৯ রানের ইনিংসটি থামান জেমস অ্যান্ডারসন। ১৯ চারের বিপরীতে ৭ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি।
জয়সওয়ালের ডাবল সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছে ভারত। বাকি ১০ ব্যাটার মিলে করেছেন ১৮৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন শুবমান গিল। ইংল্যান্ডের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন অ্যান্ডারসন, বশির ও রেহান আহমেদ। বাকি উইকেটটি টম হার্টলির। নিজেদের ইনিংস শুরু করতে নেমে লাঞ্চে যাওয়ার আগে ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ৩২ রান।