হোম > খেলা > ক্রিকেট

হারের চাকা কিছুতেই থামছে না ঢাকার, জিতেই চলছে রংপুর

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছুটছে রংপুর রাইডার্সে জয়রথ। বিপরীতে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হারের চাকা কিছুতেই থামছে না। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএল টানা পঞ্চম জয় তুলে নিয়েছে রংপুর। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নুরুল হাসান সোহানের দল। জয়ের খোঁজে থাকা ঢাকার অপেক্ষা আরও বাড়ল।

সিলেটে নাহিদ রানা-আকিফ জাভেদের তোপ ও খুশদিল শাহর ঘূর্ণি জাদুতে আগে ব্যাটিংয়ে নেমে পুরো ২০ ওভার ব্যাটিং করতে পারেনি ঢাকা। ১৬.৩ ওভারে ১১১ রানে গুটিয়ে যায় তারা। অ্যালেক্স হেলস ও খুশদিলের ঝোড়ো ব্যাটিংয়ে ৪০ বল বাকি থাকতেই ৭ উইকেটে ১১২ রানের লক্ষ্য তাড়া করেছে রংপুর।

টস জিতে ঢাকা ক্যাপিটালসকে আগে ব্যাটিংয়ে পাঠায় রংপুর। থিতু হয়েও ঢাকার ব্যাটাররা ইনিংস বড় করতে পারেননি। এ ম্যাচে একাদশে ছিলেন ইংলিশ ব্যাটার জেসন রয়ও। ১২ বলে ১৮ রান করেছেন এই ওপেনার। হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১৪ রান। তানজিদ হাসান তামিম করেছেন ২০ রান। মিডল অর্ডারের লিটন দাস, সাব্বির রহমান ও থিসারা পেরেরা ছিলেন ব্যাট হাতে ব্যর্থ। আলাউদ্দিন বাবু ১৬ ও মোসাদ্দেক হোসেন করেছেন ১২ রান।

রংপুর ১৭ রান অতিরিক্ত না দিলে ১০০ রানই হয়তো পেরোত না ঢাকার। নাহিদ রানা ২১ রানে ৩ টি, আকিফ ও খুশদিল নিয়েছেন ২টি করে উইকেট।

ঢাকার দেওয়া ১১২ রানের লক্ষ্য ১৩.৩ ওভারে তাড়া করেছে রংপুর। হেলস ২৭ বলে ৪৪ ও খুশদিলের ১৩ বলে অপরাজিত ২৭ রানে সহজ জয় পায় রংপুর। ম্যাচসেরা হয়েছেন নাহিদ রানা।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা