হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ২১০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। স্কোর খুব বড় নয়, তবুও এ লক্ষ্য তাড়া যেন রীতিমতো ইংলিশ ব্যাটারদের জন্য দুর্বোধ্য করে তুলেছে বাংলাদেশের স্পিন বোলাররা। ৬৫ রানেই ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছেন সাকিব-তাইজুলরা। এতে কঠিন চাপে পড়েছে স্বাগতিকেরা।

শুরুটাও হয় একটু ভিন্নভাবে। ইনিংসের প্রথম ওভারেই সাকিবের বলে লফটেড ড্রাইভ খেলে সোজা (স্ট্রেইট) তামিমের ক্যাচে আউট হন জেসন রয় (৪)। সাকিব-তামিমের মধ্যে ‘খারাপ’ সম্পর্ক নিয়ে কদিন ধরেই অনেক আলোচনা চলছে, এর মধ্যেই মাঠে সাকিবের বলে লং-অন থেকে দৌড়ে গিয়ে তামিমের ক্যাচ, তাতে প্রেসবক্স আর গ্যালারিতেও একটা রব উঠে।

ইনিংসের ৯ম ওভারে দারুণ এক ডেলিভারিতে ফিল সল্টকে বোল্ড করেন তাইজুল। ১৯ বলে ১২ রান করেন ইংলিশ ওপেনার। এরপরই ৬ রানে জেমস ভিন্সকে ফেরান তাইজুল। নিজের ৪র্থ ওভারের প্রথম বলে জস বাটলার ৯ রানে ফেরান তাসকিন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬.১ ওভারে ৪ উইকেটে ৬৫ রান। ডেভিড মালান ৩২ ও ব্যাটিং করছেন।

এর আগে মিডল অর্ডারদের ব্যর্থতায় আগে ব্যাটিং করে ২১০ রান করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর ফিফটি ছাড়া ৩০ এর ঘরে ফেরিয়েছেন কেবল মাহমুদউল্লাহ রিয়াদ। ৪৭.২ ওভারেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ