হোম > খেলা > ক্রিকেট

মাথায় আঘাত নিয়ে হাসপাতালে যুব ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিলেটে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল। এই দলে থাকার কথা ছিল সদস্য উইকেটরক্ষক তৌহিদুল ইসলাম ফেরদৌসের। কিন্তু ক্যাম্পে যোগ দেওয়ার আগে আচমকা এক দুর্ঘটনায় ক্রিকেট মাঠ থেকে ছিটকে গেছেন সিলেটের এই তরুণ ক্রিকেটার। ব্যক্তিগত অনুশীলনের সময় বাউন্সার খেলতে গিয়ে বল কপালে লাগলে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে আগের চেয়ে কিছুটা ভালো আছেন ফেরদৌস। 

গত এপ্রিলে পাকিস্তান সিরিজের জন্য ঘোষিত দলে ছিলেন ফেরদৌস। যদিও করোনায় সেই সিরিজ আর হয়নি। এবার আফগানিস্তান সিরিজ সামনে রেখে আগেভাগেই নিজ জেলা সিলেটে গিয়ে অনুশীলন শুরু করেন তিনি। ক্যাম্প শুরুর আগে ব্যক্তিগত অনুশীলনের সময় আঘাত পান। তাই আর ক্যাম্পে যোগ দেওয়া হয়নি তাঁর। পরে অবস্থার অবনতি হলে সার্জারি করতে হয় তাঁর মাথায়। 

চোটে পড়ার পর ফেরদৌসের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বিসিবি। তাঁকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে। মেডিকেল বিভাগের সূত্র জানিয়েছে, অপারেশনের পর ডাক্তারের পর্যবেক্ষণে আছেন তিনি। গত রোববার তাঁর অপারেশন করা হয়। এখন তিনি এভার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। 

তামিমকে ‘দালাল’ বলায় ক্ষোভ, মোস্তাফিজকে নিয়ে যা করেছে কোয়াব

‘মোস্তাফিজের জায়গায় লিটন-সৌম্য হলেও কি একই কাজ করত বিসিসিআই’

ঘূর্ণি জাদুতে এবার রিশাদের ৩ উইকেট, প্রশংসায় অধিনায়ক

শেষ বলের রোমাঞ্চে রাজশাহীকে হারিয়ে শীর্ষেই রইল চট্টগ্রাম

বয়স বাড়ছে স্টার্কের, বাড়ছে ধারও

ভারতের বিপক্ষে বিতর্কিত মন্তব্য করে বিদ্রূপের শিকার আফ্রিদি

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলায় বিসিবি পরিচালককে ধুয়ে দিলেন তাসকিন-তাইজুলরা

আইসিসির মান অনেক নিচে নেমে যাচ্ছে, বলছেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় অদ্ভুতুড়ে ঘটনায় পরিত্যক্ত মুজিবদের খেলা

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া