হোম > খেলা > ক্রিকেট

কোহলিকে আউটের উপায় বলে দিলেন স্টেইন

ঢাকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বোলারদের সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হতে পারেন বিরাট কোহলি। কোহলিকে দ্রুত আউট করার উপায় বাতলে দিলেন ডেল স্টেইন। স্টেইন জানিয়েছেন, ২২ গজে কোহলির সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলে তাঁকে আউট করতে হবে।

২০১৯ সালে কোহলি টেস্টে সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন। বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেন টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর আর বড় ইনিংসের দেখা মেলেনি কোহলির ব্যাটে। মাঝের এই সময়টায় তিনটি হাফ সেঞ্চুরি করলেও সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি। ভারতীয় অধিনায়ক তাই ফাইনালকে পাখির চোখ করতে পারেন! তবে তার আগেই যেন কিউই বোলাররা তাঁকে দ্রুত ফেরাতে পারেন সেই উপায় বলে দিয়েছেন স্টেইন। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টেইন বলেছেন, ‘আমি অবশ্যই চাইব, তাঁর ব্যাটিংয়ের সময় শর্ট লেগে একজন ফিল্ডার রাখতে। তাঁকে বোঝাতে চাইব আমি তাঁর শরীর তাক করে বল করব। সে যেন পুল শট খেলার চেষ্টা করে। আমি মনে করি তাঁর মূল পরিকল্পনায় এটি থাকে না।’ 

শর্ট বলে কোহলি ভালো পুল শট খেলেন এটা অবশ্য কারও অজানা নয়। স্টেইন মনে করেন সেই ফাঁদে ফেলেই তাঁকে দ্রুত ফেরানো যেতে পারে। স্টেইন বলেছেন, ‘আমি জানি সে ভালো পুল শট খেলে। এরপরও আমি তাঁকে অনবরত শর্ট বল করে যাব। শর্ট বলে অভ্যস্ত করে হঠাৎ একটা ফুল লেংথ বল করব। বল সুইং করানো আর দুই দিকে মুভ করানো আমার পছন্দ। এ রকম কোনো বলে তাঁকে বোল্ড, এলবিডব্লিউ অথবা উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার চেষ্টা করতাম।’

নোয়াখালী এক্সপেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী