হোম > খেলা > ক্রিকেট

চেনা মিরপুরে, ‘বাংলাদেশ-বাংলাদেশ’ গর্জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দর্শকের উল্লাসে মেতে ওঠা গ্যালারি বহুদিন দেখা মেলেনি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অবশেষে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সেই চেনা দৃশ্যের দেখা মিলেছে। দুই বছর পর গ্যালারিভর্তি দর্শক নিয়েই শুরু হয়েছে ২০ ওভারের সিরিজ। আফগানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতেই গ্যালারি ভরে উঠেছে দর্শকের উপস্থিতিতে।

প্রথম টি-টোয়েন্টি উপলক্ষে মাঠে খেলা দেখার সুযোগ পাচ্ছেন ২০ হাজারের বেশি দর্শক। টিকিট বিক্রির প্রথম দিন থেকে দ্বিতীয় দিন পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড় ছিল ইনডোর স্টেডিয়ামে। সেখান থেকে টিকিট সংগ্রহ করে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করেছেন দর্শক। আবার অনেকে কালোবাজারি থেকেও টিকিট সংগ্রহ করে মাঠে এসেছেন।

প্রথমবার দর্শক ফেরার দিনে সীমানার কাছে বসে কাজ করার সুযোগ পেয়েছেন আলোকচিত্রীরাও। এই দৃশ্য মিরপুরে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের মার্চে, জিম্বাবুয়ে সিরিজে। এরপর করোনা এসে সব ওলটপালট করে দিয়েছে। করোনার ধাক্কা সামলে মাঠে ক্রিকেট ফিরলেও কঠিন জৈব সুরক্ষাবলয়ে খেলা আয়োজন করতে গিয়ে গ্যালারি রাখতে হয়েছে দর্শকশূন্য। পরে কিছু সিরিজ-টুর্নামেন্টে বিসিবি অবশ্য ধীরে ধীরে নির্দিষ্টসংখ্যক দর্শক ফেরালেও এবার শতভাগ দর্শক ফিরেছে গ্যালারিতে।

শতভাগ দর্শক ফেরায় মাঠের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে শেরেবাংলায়। আগের চেয়ে বেশি সংখ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে। স্টেডিয়ামের ভেতর থেকে শুরু করে চারপাশে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা