হোম > খেলা > ক্রিকেট

ফিরলেই অধিনায়ক হবেন তামিম, বলছেন পাপন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখন বিশ্রামে আছেন তামিম ইকবাল। ছুটিতে থাকলেও তাঁকে নিয়ে আলোচনা তো থেমে নেই। ফিরলেও ওয়ানডেতে তামিম অধিনায়ক থাকবেন কি না, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সেই ধোঁয়াশাই যেন আজ দূর করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

৫ জুলাই হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। প্রথম ওয়ানডের পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়েছিলেন তামিম। এরপর আপৎকালীন অধিনায়ক করা হয়েছে সহ-অধিনায়ক লিটন দাসকে। এরপর ৭ জুলাই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফেরেন তামিম। অবসর ভাঙলেও এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার। এ কারণে লিটনকেই তাই আফগান সিরিজের বাকি দুই ম্যাচে নেতৃত্ব দিতে হয়েছে। 

এদিকে তামিমের অবসর ভেঙে ফেরার রেশ কাটতে না-কাটতেই আইসিসি তাদের ওয়েবসাইটে ২০২৩ বিশ্বকাপের সম্ভাব্য অধিনায়কদের নাম প্রকাশ করেছিল। যার মধ্যে ছিলেন তামিমও। পাপনের বক্তব্যে যেন আইসিসির এই কথারই ইঙ্গিত পাওয়া গেছে। বাংলাদেশ দলের টিম হোটেলে আজ বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের বিশ্বকাপের অধিনায়ক হচ্ছে তামিম। তামিম যেহেতু খেলেনি দুটো ম্যাচ, সে দুটি ম্যাচে লিটন দাস অধিনায়ক ছিল। এখন তামিম যদি ফেরে, তামিম হবে। আর যদি না ফেরে, তাহলে আরেকজন হবে। আমরা তো নিশ্চিত না, সে কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে। না জেনে মন্তব্য করা কঠিন। আমরা চাই সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসুক।’

পাপন আরও বলেন, ‘আপনারাই বলেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, এই কথা কেন বলেছে, কোন পরিস্থিতিতে বলেছে আমি তো জানি না। তার মানে যারা ওকে ব্যায়াম দিয়েছে, তারা কি ওর ক্ষতি চায়? আমি জানি না উদ্দেশ্য কী বলার। দুই বছর তো সে যখন যা চাচ্ছে, চিকিৎসার জন্য দেশে-বিদেশে, যা যা বলছে আমরা সবই করছি। আমরা তো এর আগে শুনি নাই তার অন্য কিছু আছে। এখন সে বলছে, একজন ডাক্তার দেখিয়েছে। সে (ডাক্তার) বলেছে, ইনজেকশন দিতে হবে অথবা সার্জারি করতে হবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক