হোম > খেলা > ক্রিকেট

আইসিসির চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হলেন জয় শাহ। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এই সচিব। 

বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হবে ১ ডিসেম্বর। সেদিনই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান জয় শাহ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন বার্কলে, সামনে মেয়াদ বাড়াতে আগ্রহী না হওয়ায় জয় শাহ ছিলেন চেয়ারম্যান পদের জন্য একমাত্র মনোনীত প্রার্থী। 

২০১৯ সালে অক্টোবরে বিসিসিআইয়ের সচিব এবং ২০২১ সালের জানুয়ারি থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির সবচেয়ে সম্মানজনক দায়িত্বভার উঠবে তাঁর কাঁধে। 

চেয়ারম্যান নির্বাচিত হয়ে জয় শাহ বললেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে আমি কৃতজ্ঞ। আমি ক্রিকেটকে আরও বিশ্বায়ন করতে আইসিসি এবং আমাদের সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

‘ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ’

বাংলাদেশ ইস্যুতে কঠিন চাপে আইসিসি চেয়ারম্যান জয় শাহ

বিপিএলের মাঝপথে বড় ধাক্কা খেল চট্টগ্রাম

এমনি এমনি তো কারও ফোন নেয় না: ফিক্সিং ইস্যুতে বিসিবি পরিচালক

প্যাড পরা অবস্থায় ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করা বাজে হয়েছে: বিসিবির সাবেক নির্বাচক

বাংলাদেশে সাকিব-তামিমদের মতো বিশ্বমানের খেলোয়াড়ের অভাব দেখছেন মঈন

‘শাহরুখের পরিবর্তে চেন্নাই মোস্তাফিজকে নিলে কি ধোনিকে গাদ্দার বলা হতো’

ভারত ইস্যুতে দেশের ক্রিকেটে ‘গৃহবিবাদ’

বয়সী অস্ট্রেলিয়ার ছিল বেশি অভিজ্ঞতাও

চেহারায় খেলা হয় না, খেলা হয় মাঠে: ম্যাচ হেরে রংপুরের কোচ