হোম > খেলা > ক্রিকেট

২০০ টাকায় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে পরশু। আজ ওয়ানডে সিরিজের টিকিটের দাম ঘোষণা করা হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা এবং সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা। 

মূলত ঢাকা পর্বের টিকিটের দাম বলা হয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ঢাকায়। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট। দামের দিক থেকে গ্র্যান্ড স্ট্যান্ডের পরেই রয়েছে ভিআইপি স্ট্যান্ড। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১০০০ টাকায়। ক্লাব হাউজের টিকিট মিলবে ৫০০ টাকায়। সাউথ স্ট্যান্ড ও নর্থ স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। 

আগামীকাল পাওয়া যাবে ওয়ানডে সিরিজের টিকিট। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটে রয়েছে টিকিট কাউন্টার। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কাউন্টার, বুথ খোলা থাকবে। ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন পাওয়া যাবে টিকিট। 

১, ৩ ও ৬ মার্চ হবে বাংলাদেশ-ইংল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। 

নিলামের আগেই পিএসএল জানাল, খেলবেন মোস্তাফিজ

বিমানবন্দরে জিম্বাবুয়ের তালে তালে নেচেছে বাংলাদেশ

কলকাতা কি মোস্তাফিজকে ক্ষতিপূরণ দেবে

‘ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া ক্রিকেটের জন্য লজ্জার’

ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেলেন হেড

কোনো আলাপ-আলোচনা ছাড়াই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় বোর্ড

দ্রাবিড়কে ছাড়িয়ে সাঙ্গাকারা-শচীনদের তাড়া করছেন স্মিথ

স্টোকসের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারের ‘ঝগড়া থামাতে’ গেলেন পাকিস্তানি আম্পায়ার

বিপিএলে আতশি কাচে সুজনও

‘বাংলাদেশে মাহমুদউল্লাহর মতো সেরা ফিনিশার আর কেউ নেই’