চোটে পড়ে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে নেই বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তবে গত কদিন দলের অনুশীলনে নিয়মিত মাঠে পাওয়া যাচ্ছে তাঁকে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এক পাশে তাসকিন আহমেদ-মুমিনুল হকরা যখন অনুশীলনে ব্যস্ত, আরেক পাশে ফিটনেস ফিরে পেতে রানিং করেছেন সাকিব।
এর আগে সেরেছেন জিম সেশনও। টেস্টে না থাকলেও আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিবের ফেরার ব্যাপারে আশাবাদী বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আঙুলের চোট থেকে সাকিব দ্রুতই সেরে উঠছেন জানিয়ে দেবাশীষ আজকের পত্রিকাকে বলেছেন, 'সাকিবের আঙুলে ফাটল ছিল। এখন এক্স-রে করে দেখেছি ফল বেশ সন্তোষজনক।'
চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ক্যাচ নিতে গিয়ে ডান হাতের আঙুলে চোট পান সাকিব। এক্স-রেতে ধরা পড়ে তার আঙুলের ফাটল। এই চোটে ছয় সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। টেস্ট না খেললেও ঈদের পর ওয়ানডে সিরিজে সাকিবের ফেরার ব্যাপারে আশাবাদী দেবাশীষ, 'আমরা আশাবাদী। আশা করছি দ্রুতই সে ফিট হয়ে যাবে। আশা করছি, ওয়ানডে সিরিজের আগেই সে ফিরে আসবে। সে এখন তার ফিটনেস নিয়ে কাজ করছে। পুনর্বাসন প্রক্রিয়ায় আছে।'