হোম > খেলা > ক্রিকেট

১৮ বছরের গেরো খোলা হলো না অস্ট্রেলিয়ার

ম্যানচেস্টারে কয়েক ঘণ্টা অপেক্ষার পরও আলোর মুখ দেখেনি ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। টানা বৃষ্টিতে টস করারই সুযোগ পাননি আম্পায়াররা। আবহাওয়ার উন্নতি না দেখে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ অফিশিয়ালরা। ম্যাচটি না হওয়ায় ১-১ সমতায় শেষ হয়েছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। 

অস্ট্রেলিয়ার সামনে সুযোগ ছিল প্রথমবারের মতো ইংল্যান্ডের মাঠে টি-টোয়েন্টি সিরিজ জয়ের। কিন্তু বৃষ্টির কারণে ১৮ বছরের সেই গেরো এবারও খোলা হলো না অজিদের। ইংল্যান্ড দলে টি-টোয়েন্টির নিয়মিত মুখ—মঈন আলী, হ্যারি ব্রুক, জনি বেয়ারস্টো, মার্ক উডদের মতো সিনিয়র ক্রিকেটাররা না থাকায় দাপুটে জয়ে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। 

সাউদাম্পটনে প্রথম টি-টোয়েন্টিতে ২৮ রানে ইংল্যান্ডকে হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে লিয়াম লিভিংস্টোনের ব্যাটিং তাণ্ডবে ১৯৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েও সিরিজ নিশ্চিত করতে পারেনি অজিরা। মিচেল মার্শদের সামনে আজ সুযোগ ছিল সিরিজ জয়ের আরেকটা চেষ্টা চালানোর। সেটি আর সম্ভব হয়নি। 

ইংল্যান্ড সফরে সর্বশেষ ২০২০ সালে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে অস্ট্রেলিয়া। তার আগে ২০১৮ সালে ১-০,২০১৫ সালে ১-০,২০১৩ সালে ১-১ সমতা এবং ২০০৫ সালে ১-০ ব্যবধানে হেরেছিল তারা। নিজেদের দুর্গে অজিদের সিরিজ অপরাজেয় এবারও অক্ষত থাকল ইংলিশদের। 

নটিংহামে আগামী ১৯ সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে দেখা হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার। বাকি চার ম্যাচ হবে ২১,২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় থেকে পঞ্চম ওয়ানডে হবে লিডস, চেস্টার লে স্ট্রিট, লর্ডস ও ব্রিস্টলে।

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব