হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে আজ শুরু ফাইনালে ওঠার লড়াই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। ছবি: বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা পর্বের শুরুতেই ধাক্কা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে ঢাকা পর্বের প্রথম দিন মাঠে খেলা গড়ায়নি। তাতে বিপিএল থমকে যাওয়ার শঙ্কা জেগেছিল। সে শঙ্কা কাটতেও বেশি সময় লাগেনি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টানা তিন দিন মাঠে গড়িয়েছে ছয়টি ম্যাচ। শেষ হয়েছে বিপিএলের লিগ পর্বের খেলা।

রাউন্ড রবিন লিগে ২৯ ম্যাচ শেষে ফাইনালে ওঠার লড়াইয়ে আছে চার দল—রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটানস ও রংপুর রাইডার্স। তাদের মধ্যে এবার দুই ফাইনালিস্ট খুঁজে নেবে বিপিএল।

এলিমিনেটরে আজ বেলা ১টায় সিলেটের প্রতিপক্ষ রংপুর। এই ম্যাচে হেরে যাওয়া দলের টুর্নামেন্টে পথচলা থেমে যাবে। অন্যদিকে জয়ী দল ফাইনালে ওঠার জন্য আরও একটি সুযোগ পাবে। প্রথম কোয়ালিফায়ারে সন্ধ্যা ৬টায় রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। জয়ী দল সরাসরি ফাইনালের টিকিট কাটবে। হেরে যাওয়া দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।

বরাবরের মতো এবারের বিপিএলেও আলোচনায় লো স্কোরিং ম্যাচ। বেশির ভাগ ম্যাচেই ধুঁকতে দেখা গেছে ব্যাটারদের। একবারও ২০০ রানের ইনিংসের দেখা মেলেনি। দলগুলোর মধ্যে লড়াই দেখা গেছে খুব কম। বেশির ভাগ ম্যাচের ভবিষ্যৎ বোঝা গেছে শেষ হওয়ার বেশ আগেই। নিরুত্তাপ লড়াইয়ে বিরক্তির ছাপ ছিল দর্শকদের চোখেমুখে। টুর্নামেন্ট ব্যবস্থাপনাতেও লক্ষ করা গেছে অনিয়ম। বারবার একটাই প্রশ্ন এসেছে—বিপিএল জমছে কোথায়? টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে করতে হবে বলেই কি শুধু বিপিএল আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)? এত কিছুর পরও আশাবাদী দর্শকেরা। লিগ পর্বের ম্যাড়মেড়ে ম্যাচের চিত্র ছাপিয়ে প্লে-অফে রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় সবাই।

চট্টগ্রামের বিপক্ষে কোয়ালিফায়ারকে সামনে রেখে সংবাদ সম্মেলনে রাজশাহীর অলরাউন্ডার জিমি নিশাম বলেন, ‘দল হিসেবে যেভাবে খেলছি, তাতে আমরা বেশ আত্মবিশ্বাসী। অবশ্যই যেকোনো টুর্নামেন্টের শুরুতে প্রথম লক্ষ্য থাকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা। আমরা সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি এবং এর মাধ্যমে ফাইনালে ওঠার পথে একটা দ্বিতীয় সুযোগ পাওয়ার অধিকারও অর্জন করেছি, যদি প্রথম ম্যাচে হেরে যাই। আমাদের দল ভীষণ আত্মবিশ্বাসী (কোয়ালিফায়ারে জয় নিয়ে)। এটাও ঠিক, এটা একটা নতুন ম্যাচ। দুই দলই সমান অবস্থান থেকে শুরু করবে। ভালো পারফর্ম করতে হবে। আশা করছি, গত কয়েক ম্যাচে যে ফর্মটা ছিল, সেটা ধরে রাখতে পারব।’

এলিমিনেটরের আগে সিলেটের হয়ে কথা বলতে এসেছিলেন ইথান ব্রুকস। গতকাল এই ইংলিশ ক্রিকেটার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দল বেশ ইতিবাচক রয়েছে। সবাই ভালো ক্রিকেট খেলছে। এবার নকআউটের পালা। রংপুর বেশ শক্তিশালী একটা দল। তাদের হারাতে চাইলে আমাদের সেরাটা দিতে হবে, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। তবে উইকেট দ্রুত পড়ে গেলে স্মার্ট ক্রিকেট খেলাও জরুরি। সবাই খুব রোমাঞ্চিত এই ম্যাচ নিয়ে। আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস আছে। আর মাত্র তিনটি ম্যাচ। একটি ম্যাচ ভাবলে অবশ্য হচ্ছে না। আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দিতে চাই।’

‘অযৌক্তিক চাপ দিয়ে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

স্বর্ণার নৈপুণ্যে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের দ্বিতীয় জয়

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্বকাপের সেরা একাদশ খুঁজছেন রশিদ

বিশ্বকাপের সিদ্ধান্ত জানতে উদ্বেগ নিয়ে বাংলাদেশের অপেক্ষা

জয়ের খোঁজে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার