হোম > খেলা > ক্রিকেট

জ্যোতিদের দায়িত্ব নিচ্ছেন বিশ্বকাপজয়ী লঙ্কান ক্রিকেটার

বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন হাসান তিলকারত্নে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন তিনি। নভেম্বর থেকে নিগার সুলতানা জ্যোতি ও সালমা খাতুনদের সঙ্গে কাজ শুরু করবেন শ্রীলঙ্কার এই বিশ্বকাপজয়ী ক্রিকেটার।

বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম চৌধুরী গণমাধ্যমকে তিলকারত্নের কোচ হওয়ার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই নারী দলের কোচ খুঁজছিলাম। অবশেষে পেয়েও গেলাম। হাসান কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। নিউজিল্যান্ড সফর থেকেই কাজ শুরু করবেন।’

ক’দিন আগে বাংলাদেশে হওয়া নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার কোচ হিসেবে এসেছিলেন তিলকারত্নে। এবারের নারী এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয় ভারত। শ্রীলঙ্কা হয় রানার-আপ। তখনই বাংলাদেশ নারী দলের কোচ হওয়ার ব্যাপারে বিসিবি কর্তাদের সঙ্গে আলাপ হয় তিলকারত্নের। এর আগে শ্রীলঙ্কার ছেলেদের ক্রিকেটেও কোচিং করানোর অভিজ্ঞতা আছে এই সাবেক ক্রিকেটারের। 

ক্যারিয়ারে ৮৩টি টেস্ট খেলেছেন তিলকারত্নে। ৪২.৮৭ গড়ে করেছেন ৪৫৪৫ রান। ১১ সেঞ্চুরির সঙ্গে করেছেন ২০ ফিফটি। আর ২০০ ওয়ানডেতে করেছেন ৩৭৮৯ রান। এই সংস্করণে করেছেন ২ সেঞ্চুরি ও ১৩ ফিফটি। লাহোরে অস্টেলিয়ার বিপক্ষে ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালের একাদশে ছিলেন তিলকারত্নে। সেই ম্যাচে অবশ্য ব্যাটিং করার সুযোগ মেলেনি তাঁর।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ