হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজ দিয়ে ভারতের হয়ে মরকেলের শুরু

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ৬ বছর হলো। পুরোদস্তুর একজন বোলিং কোচ এখন মরনে মরকেল। আইপিএল থেকে শুরু করে সর্বশেষ পাকিস্তান ক্রিকেট দলের বোলিং কোচ ছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান পেসার। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়া ক্রিকেট দলেরও বোলিং পরামর্শক ছিলেন।

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফদের কোচিং করিয়েছেন মরকেল। পাকিস্তান অবশ্য সুবিধা করতে পারেনি বিশ্বকাপে, তারপর মরকেলও দায়িত্ব ছাড়লেন। এবার তাঁর নতুন চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে। জসপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের বোলিং কোচ হিসেবে মরকেলকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে অফিশিয়ালি কাজ শুরু করবেন মরকেল। বাংলাদেশ সিরিজ দিয়েই কোচিং ক্যারিয়ারে ভারত অধ্যায় শুরু হবে তাঁর। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। দুই টেস্টের পর দুই দল খেলবে তিন টি-টোয়েন্টি।

ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের চাওয়াকে মূল্যায়ন করে বিসিবিআই নিয়োগ দিয়েছে মরকেলকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরই ভারত জাতীয় দলের দায়িত্ব ছাড়েন রাহুল দ্রাবিড় ও বোলিং কোচ পরশ মামব্রে।

গম্ভীরের সঙ্গে মরকেলের সম্পর্কটাও বেশ পুরোনো। কলকাতা নাইটরাইডার্সের হয়ে তিন মৌসুমে তাঁরা ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। গম্ভীর লক্ষ্ণৌ সুপার জায়ান্টের মেন্টর থাকা অবস্থায় দলটির বোলিং কোচ ছিলেন মরকেল। সব মিলিয়ে সম্পর্কটা দুজনে বন্ধুত্বপূর্ণ। বিসিসিআই শুরুতে কিছুটা আপত্তি জানালেও শেষ পর্যন্ত প্রধান কোচের চাওয়াকেই প্রাধান্য দিয়েছে।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা