কীর্তিটা হয়তো বিরাট কোহলি আগেই গড়তে পারতেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে কদিন আগেও যে অ্যালেক্স হেলসের চেয়ে এগিয়ে ছিলেন কোহলি। ১২ হাজার রানের প্রায় কাছাকাছি কোহলিই ছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটারের আগে মাইলফলক স্পর্শ করলেন হেলস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হেলস অবসর নিয়েছেন গত বছরের আগস্টে। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলছে আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুম। ডেজার্ট ভাইপার্সের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৪.৩৭ গড় ও ১৩১.৭৫ স্ট্রাইকরেটে হেলস করেন ১৯৫ রান। আবুধাবিতে গতকাল সন্ধ্যায় মুখোমুখি হয়েছে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। ভাইপার্সের ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে পয়েন্ট দিয়ে চার মারেন হেলস। তাতেই হেলস স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচ খেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ইংলিশ এই ব্যাটারের রান ১২০০২। ৬ সেঞ্চুরির পাশাপাশি ৭৬ ফিফটি করেছেন তিনি। কোহলির স্বীকৃত টি-টোয়েন্টিতে রান ১১৯৯৪।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১৩০৬৩ ও ১২৫৭৭ রান। ২০২৪ বিপিএলেই মালিক স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০৬৩
কাইরন পোলার্ড: ১২৫৭৭
অ্যালেক্স হেলস: ১২০০২
বিরাট কোহলি: ১১৯৯৪
২০২৪-এর ৪ ফেব্রুয়ারি এমআই এমিরেটস-ডেজার্ট ভাইপার্স ম্যাচ পর্যন্ত