হোম > খেলা > ক্রিকেট

সাকিবকে না খেলাতে বিসিবিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হত্যা মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা ক্রিকেটারকে আর কখনো না খেলাতে এরই মধ্যে আইনি নোটিশ চলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। 

পোশাকশ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে সাকিবের বিরুদ্ধে মামলার দুই দিন না পেরোতেই বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ, প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, ক্রিকেট পরিচালনা কমিটি, ছেলেদের দলের প্রধান নির্বাচক ও বোর্ড পরিচালকদের অবগত করতেই এই নোটিশ।

বিসিবিকে পাঠানো নোটিশে উল্লেখ করা হয়েছে ৯টি পয়েন্ট। যেখানে বিসিবির দুর্নীতিবিরোধী ধারার ৪.৭. ১ অনুচ্ছেদের প্রসঙ্গ এসেছে। সেই অনুচ্ছেদে দুটি পয়েন্ট রয়েছে: ১. বিসিবির দুর্নীতিবিরোধী নীতিমালার অধীনে অভিযোগ আনা, ২. বিসিবি সেটাকে ব্যতিক্রম হিসেবে বিবেচনা করবে। সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দ্রুত বহিষ্কারের কথা বলা হয়েছে। দ্রুত এই ক্রিকেটারকে দেশে এনে বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে। 

নীলফামারী সদর উপজেলার রফিকুল ইসলাম (৪৯) নামের এক ব্যক্তি ‘রুবেল হত্যা মামলা’ পরশু রাতে দায়ের করেছেন আদাবর থানায়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে আদাবর থানার তদন্ত কর্মকর্তা পরিদর্শক নজরুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর আদাবর এলাকায় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি।

৫ আগস্ট গুলিবিদ্ধ রুবেলকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান। বৈষম্যবিরোধী আন্দোলনের সূত্র ধরে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পুরো সময়টা অবশ্য দেশের বাইরে ছিলেন সাকিব। এখনো দেশের বাইরেই আছেন ৷ 

আরও পড়ুন:

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি