হোম > খেলা > ক্রিকেট

দেখেছি আর খেলেছি, বললেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা কম হয়নি। অবশ্য ১০৮.১৬ স্ট্রাইক রেট টি-টোয়েন্টি ক্রিকেটে একজন টপ অর্ডার ব্যাটারের সঙ্গে বেশ যুতসইও না। সমালোচনা সম্পর্কে শান্তও ভালোভাবে জানেন। সেসব কিছুর জবাবই যেন আজ ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দিয়েছেন এই ব্যাটার। 

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দেখা গেছে শান্তর রুদ্ররূপ। খেলেছেন ৩০ বলে ৫১ রানের অসাধারণ এক ইনিংস। অশান্ত হয়ে ওঠা টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের দ্রুততম ফিফটি করেছেন আজ। ২৭ বলে করেছেন টি-টোয়েন্টিতে তৃতীয় ফিফটি। ১৭০ স্ট্রাইক রেটের ইনিংসে ছিল ৮টি চার। তাঁর অসাধারণ ইনিংসে সৌজন্যে ৬ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। 

ম্যাচজয়ী ইনিংস খেলে শান্ত হয়েছেন ম্যাচ সেরা। ম্যাচ শেষে শান্ত জানিয়েছেন, ভয়–ডরহীন ব্যাটিংই করেছেন তিনি আজ। উইকেট পড়লেও সেটা নিয়ে মাথা ঘামাতে চাননি। তিনি বললেন, ‘আমি শুধু বল দেখেছি এবং ক্রিকেটিং শট খেলেছি। দুই উইকেট পড়ার পরও আমি খুব বেশি চিন্তিত ছিলাম না।’ 

শান্ত অবশ্য জয়ের কৃতিত্ব সতীর্থদেরও দিয়েছেন, ‘তৌহিদ হৃদয় ভালো ব্যাটিং করেছে, বোলাররা যেভাবে বোলিং করেছে তা অসাধারণ ছিল, বিশেষ করে হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। রনি ও লিটন খুব ভালো শুরু এনে দিয়েছে, যেভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুটা হয়।’

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড