হোম > খেলা > ক্রিকেট

ভারত থেকে হুমকি দেওয়া হয়েছিল নিউজিল্যান্ড দলকে

নিউজিল্যান্ডের পাকিস্তান সফর স্থগিত নিয়ে আলোচনা চলছেই। বিশেষ করে ম্যাচ শুরুর আগে হঠাৎ নিউজিল্যান্ড দলের বেঁকে বসা নিয়ে বিতর্ক হচ্ছে! শুরু থেকে এ ঘটনায় পাকিস্তানের সন্দেহের তির ছিল ভারতের দিকে। এবার সেখানে সুর মিলিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। 

ফাওয়াদ চৌধুরীর দাবি, ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে নিউজিল্যান্ড দলের খেলোয়াড়দের। তাঁর ভাষ্যমতে, ‘ভারত থেকে একটি ডিভাইস ভিপিএনের (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) মাধ্যমে সিঙ্গাপুরের লোকেশন দেখিয়ে মেইলটি পাঠানো হয়েছিল।’ 

পাকিস্তানে পৌঁছানোর আগেই গত ১১ সেপ্টেম্বর সেই মেইল পেয়েছিল নিউজিল্যান্ড দল। কিউই ওপেনার মার্টিন গাপটিলের স্ত্রীর কাছে হত্যার হুমকি দেওয়া একটি মেইলও পাঠানো হয়েছিল। পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর জানা গেছে, গাপটিলের স্ত্রীকে হুমকি দেওয়া মেইলটিও ভারতের নিবন্ধিত। 

ফাহাদ চৌধুরীর আরও জানিয়েছেন, ভারতের এক অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত। বুধবার পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘বিষয়টিকে আরও গভীরভাবে তদন্তের জন্য ইন্টারপোলের সাহায্য প্রার্থনা করছি আমরা।’ 

নিরাপত্তা হুমকিতে নিউজিল্যান্ডের পর পাকিস্তানে সফর স্থগিত করেছে ইংল্যান্ড পুরুষ ও নারী ক্রিকেট দল। একই কারণে আগামী বছর পাকিস্তানে নিজেদের সফর স্থগিত করতে পারে অস্ট্রেলিয়াও। সব মিলিয়ে নিজেদের দেশে ভালোভাবে ক্রিকেট ফেরানোর পথে বড় ধাক্কাই খেয়েছে পাকিস্তান।

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন