হোম > খেলা > ক্রিকেট

মাহমুদউল্লাহ অতীত হয়ে যাননি, বলছেন হাথুরু  

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিকে শেষ না বললেও এই সংস্করণে তাঁর আর ফেরার সম্ভাবনা প্রায় ক্ষীণ। ওয়ানডেতে সর্বশেষ ইংল্যান্ড সিরিজের তিন ম্যাচই খেলেছেন। তবে মাহমুদউল্লাহর ব্যাট সেভাবে হাসেনি। 

অবশ্য মাহমুদউল্লাহর ব্যাট নিয়মিত হাসছে না বেশ কিছুদিন ধরে। বয়স ৩৭ ছাড়িয়ে গেছেন। ফিল্ডিংয়ে সেটার ছাপ স্পষ্ট। বিসিবির নির্বাচকদের ভাবনায় তাই মাহমুদউল্লাহর বিকল্প তৈরি। এ জন্য আগামীকাল থেকে শুরু হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেই মাহমুদউল্লাহ। এই সিরিজে ওই পজিশনে ইয়াসির আলী রাব্বি-তৌহিদ হৃদয়দের বাজিয়ে দেখা হবে।

আয়ারল্যান্ড সিরিজের দলে না থাকলেও মাহমুদউল্লাহ অতীত হয়ে যাননি বলে মনে করেন চণ্ডিকা হাথুরুসিংহে। আগামীকাল ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে কথা বলেছেন। মাহমুদউল্লাহ তাঁর সেরা সময় পেরিয়ে এসেছেন কি না—এই প্রশ্নে বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমি মনে করি না সে অতীত হয়ে গেছে। আমরা যেটা করতে চাইছি, বিশ্বকাপের আগে আমাদের খেলোয়াড়দের পুল বড় করতে। যদি বিশ্বকাপের কাছে গিয়ে কিছু হয়, তখন যেন যথেষ্ট খেলোয়াড় থাকে। আমরা দেখেছি বা বিশ্বাস করতে পারি, কোনো দায়িত্বের জন্য এমন। ওই সুযোগটা আমরা নিতে চাই। বিশ্বকাপের আগে ১৫টা ম্যাচ আছে। আমরা চেষ্টা করছি ভূমিকা রাখতে পারে এমন খেলোয়াড়দের সুযোগ দিতে। রিয়াদ এখনো আছে।’

ধারণা করা হচ্ছিল, আয়ারল্যান্ড সিরিজে যাঁদের সুযোগ দেওয়া হয়েছে, তাঁরা ভালো করলে মাহমুদউল্লাহর দলে ঢোকা আরও সংকুচিত হয়ে আসবে। তবে ব্যাপারটাকে এভাবে দেখছেন না হাথুরু। এ ক্ষেত্রে মাহমুদউল্লাহর অভিজ্ঞতার কথাও তুলে ধরলেন দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেওয়া এই কোচ, ‘উত্তর দেওয়ার জন্য এটা অনেক কঠিন প্রশ্ন। কারণ আপনারা চাইছেন এটা খুঁজতে, আমরা রিয়াদকে নিয়ে কী ভাবছি। রিয়াদ অনেক কিছু করেছে, অভিজ্ঞতা আছে। আমরা জানি সে কী দিতে পারে। আমরা চাই অন্য খেলোয়াড়দেরও আন্তর্জাতিক ক্রিকেটে পরখ করে দেখতে। এটা শুধু স্কিলের ব্যাপার না, এটা ছেলেদের মানসিক দৃঢ়তা দেখার ব্যাপারও আছে। এর মানে এই না যে কেউ ভালো করলেই মাহমুদউল্লাহ শেষ। এখনো অনেক ম্যাচ বাকি আছে।’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’

আইএল টি-টোয়েন্টিতে মোস্তাফিজের বাজে দিন

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান