হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে যাওয়া হচ্ছে না তাসকিনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আইপিএলে যাওয়া হচ্ছে না তাসকিন আহমেদের। এবারের আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে যোগাযোগ করা হয় এই বাংলাদেশ পেসার ও বিসিবির সঙ্গে। ইংলিশ গতি তারকা মার্ক উড চোটে পড়ায় তাঁর বদলি হিসেবে তাসকিনকে নিতে চেয়েছিল দলটি। 

এবারের আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। পুরো মৌসুমের জন্য তাসকিনকে দলে চেয়েছিল লক্ষ্ণৌ। এই মুহূর্তে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা তাসকিনকে সে ক্ষেত্রে ওয়ানডে সিরিজ খেলেই দল ছাড়তে হতো। আগামী ৩১ মার্চ থেকে টেস্ট সিরিজে তাঁকে পেত না বাংলাদেশ। 

তবে টেস্ট সিরিজ না খেলে আইপিএল খেলতে চান না বলে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে দিয়েছেন তাসকিন। এ ব্যাপারে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন তাদের জানিয়ে দিয়েছে সে খেলবে না, যেতে পারছে না। সে দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ দলের হয়ে খেলবে।’ 

যেকোনো কিছুর আগে দেশের স্বার্থ জানিয়ে বিসিবির এই কর্মকর্তা আরও বলেছেন, ‘জাতীয় দলের দায়বদ্ধতা অবশ্যই সবার ওপরে। এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। সে হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়ে তাকে (তাসকিন) বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে। সে এই সিরিজটা চালিয়ে যাবে।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক