হোম > খেলা > ক্রিকেট

পাঞ্জাবের মন্ত্রীকে নজরদারিতে রাখবেন বাবর 

কদিন আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হয়েছেন ওয়াহাব রিয়াজ। মন্ত্রী রিয়াজ এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর পেশোয়ারের বর্তমান অধিনায়ক হচ্ছেন বাবর আজম। বাবর জানিয়েছেন, টুর্নামেন্টে তিনি রিয়াজকে নজরদারিতে রাখবেন।

পিএসএলে গত মৌসুমে করাচি কিংসের হয়ে খেলেছিলেন বাবর আজম। আর বাবরকে পেশোয়ারের কাছে বিক্রি করে দেয় করাচি। অন্যদিকে গত মৌসুমেও পেশোয়ারে ছিলেন ওয়াহাব। গতবার অধিনায়ক হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। এবার তাঁকে খেলতে হবে বাবরের নেতৃত্বে। গতকাল পিসিবির প্রকাশিত এক পডকাস্টে বাবর বলেন, ‘ওয়াহাব ভাই মন্ত্রী হওয়ায় আমি খুব খুশি। তাঁর (ওয়াহাব) টি-টোয়েন্টি খেলার অনেক অভিজ্ঞতা আছে। তা যা-ই হোক, মন্ত্রীকে আমি নজরদাড়িতে রাখব। সে মাঝেমধ্যে বেশি উত্তেজিত হয়ে যায় এবং বোলিংয়ের সময় নিজের লাইন হারিয়ে ফেলে। তাই তাকে আমার নিয়মিত উপদেশ দিতে হবে।’ 

১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম পিএসএল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস। আর ১৪ ফেব্রুয়ারি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমি খেলবে করাচি কিংসের বিপক্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক