হোম > খেলা > ক্রিকেট

পাঞ্জাবের মন্ত্রীকে নজরদারিতে রাখবেন বাবর 

কদিন আগে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ক্রীড়ামন্ত্রী হয়েছেন ওয়াহাব রিয়াজ। মন্ত্রী রিয়াজ এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আর পেশোয়ারের বর্তমান অধিনায়ক হচ্ছেন বাবর আজম। বাবর জানিয়েছেন, টুর্নামেন্টে তিনি রিয়াজকে নজরদারিতে রাখবেন।

পিএসএলে গত মৌসুমে করাচি কিংসের হয়ে খেলেছিলেন বাবর আজম। আর বাবরকে পেশোয়ারের কাছে বিক্রি করে দেয় করাচি। অন্যদিকে গত মৌসুমেও পেশোয়ারে ছিলেন ওয়াহাব। গতবার অধিনায়ক হয়ে খেলেছিলেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। এবার তাঁকে খেলতে হবে বাবরের নেতৃত্বে। গতকাল পিসিবির প্রকাশিত এক পডকাস্টে বাবর বলেন, ‘ওয়াহাব ভাই মন্ত্রী হওয়ায় আমি খুব খুশি। তাঁর (ওয়াহাব) টি-টোয়েন্টি খেলার অনেক অভিজ্ঞতা আছে। তা যা-ই হোক, মন্ত্রীকে আমি নজরদাড়িতে রাখব। সে মাঝেমধ্যে বেশি উত্তেজিত হয়ে যায় এবং বোলিংয়ের সময় নিজের লাইন হারিয়ে ফেলে। তাই তাকে আমার নিয়মিত উপদেশ দিতে হবে।’ 

১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অষ্টম পিএসএল। মুলতান ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস। আর ১৪ ফেব্রুয়ারি করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পেশোয়ার জালমি খেলবে করাচি কিংসের বিপক্ষে।

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনে ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

টালমাটাল অবস্থায় দেশের ক্রিকেট

সমাধান হয়েছে বিপিএল ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা