হোম > খেলা > ক্রিকেট

রিয়াল-আনচেলত্তির হারে ‘খুশি’ ব্রাজিল

ক্রীড়া ডেস্ক    

কার্লো আনচেলত্তিকে প্রথম পছন্দ ব্রাজিলের। ছবি: এএফপি

কোপা দেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের হারে কিছুটা খুশি হওয়ার কথা ব্রাজিল ফুটবল কনফেডারেশনও (সিবিএফ)। দুঃসময় পার করা ব্রাজিলের ডাগআউটে প্রথম পছন্দ এখন কোচ কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত এ ইতালিয়ান কোচের চুক্তি রয়েছে। কিন্তু শিরোপাহীন মৌসুম কাটানোর আশঙ্কা জেগেছে লস ব্লাঙ্কোসদের। আনচেলত্তিকে তাই আরেক মৌসুম দলটির সাইডলাইনে দেখা যাওয়া তৈরি হচ্ছে শঙ্কা। চলতি মৌসুমে রিয়াল যত খারাপ করবে তত লাভ যেন ব্রাজিলের!

বিবিসির প্রতিবেদন, ৬৫ বছর বয়সী আনচেলত্তির সঙ্গে আলোচনায় বসছে ব্রাজিল। গতকাল গ্যালারিতে বসে ফাইনাল ম্যাচও দেখেছেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দিয়েগো ফার্নান্দেস। তিনি সিবিএফের পক্ষে কাজ করছেন। গতকাল বার্সেলোনার কাছে শিরোপা হাতছাড়ার পর আনচেলত্তির কথায় আশায় বুক বাঁধতে পারেন ব্রাজিলের সমর্থকেরাও। ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার গুঞ্জনের মাঝেই সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়ে বললেন, ‘আমি থাকতে পারি, আবার সরে যেতে পারি। এটা আজ নয়, আগামী কয়েক সপ্তাহের বিষয়।’

ইউরোপে দাপিয়ে বেড়াচ্ছেন ব্রাজিলের ফুটবলাররা। জাতীয় দলের হয়ে মাঠে নামলেই খেই হারাচ্ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে ফুটবলারদের চেয়েও ডাগআউটে একজন ভালো কোচের অনুভবই বেশি করছে সিবিএফ। তিতের পর গত তিন বছরে তিনজন কোচ বদল হয়েছে দলটির। দরিভাল জুনিয়রকে বরখাস্তের পর ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বুঝে-শুনে কোচ নিয়োগের লক্ষ্য ব্রাজিলের।

মাঝে সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের কোচ হোর্হে হেসুস ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন বলে গুঞ্জনে ডালপালা মেলেছিল। সেটি এখন মোড় নিয়েছে আনচেলত্তির দিকে। ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ বিশ্বকাপের পর তিতে সরে দাঁড়ানোর পর থেকেই আনচেলত্তি ছিলেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেসের প্রথম পছন্দ। তবে বিকল্প হিসেবে এখনো আছেন হেসুস।

ইএসপিএনের প্রতিবেদন, গত কয়েক সপ্তাহ ধরে সিবিএফ প্রতিনিধিদের সঙ্গে আনচেলত্তির প্রতিনিধিদের আলোচনা শুরু হয়েছে। একজন এজেন্ট ও দুই ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী বর্তমানে মাদ্রিদে রয়েছেন।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি