হোম > খেলা > ক্রিকেট

বাবর আজমকে বলো, আমি ওকে বিয়ে করব

বাবর আজমের ম্যারাথনতুল্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে জয় সমতুল্য ড্র করেছে পাকিস্তান। ৬০৩ মিনিট উইকেটে থেকে ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন তিনি। এটি টেস্ট ক্রিকেটের ১৪৫ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে কোনো অধিনায়কের সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। 

বাবরের এমন ধৈর্যশীল ইনিংসে ভক্ত-সমর্থকেরা ভীষণ উচ্ছ্বসিত। তাঁদের উল্লাসটাও ছিল বাঁধভাঙা। এক নারী ভক্ত তো বাবরকে বিয়ে করতে পাগলপ্রায়! 

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভির সাংবাদিক বাবরের মহাকাব্যিক ইনিংস নিয়ে ভক্তদের প্রতিক্রিয়া জানতে চাইলে এক তরুণী ছটফট করতে থাকেন। এরপর ক্যামেরার সামনে এসে অবলীলায় বলেন, ‘আমি বাবর আজমের উদ্দেশে কিছু বলতে চাই। ওর সঙ্গে আমার দেখা করিয়ে দাও। নয়তো আমার আওয়াজ তাঁকে পৌঁছে দাও।’ 

সাংবাদিক তরুণীকে বলেন, ‘ঠিক আছে, বলুন। বাবরকে কী বলতে চান।’ তরুণীর জবাব, ‘আমি ওকে বিয়ে করতে চাই।’ 

এ কথা বলেই ওই নারী ভক্ত ক্যামেরার সামনে থেকে সরে যান। পাশে থাকা অন্য সমর্থকদের তখন হাসাহাসি করতে দেখা যায়। একজন বলেন, ‘মুশকিল, খুব মুশকিল।’ 

তরুণীর চাওয়া পূরণ হওয়া আক্ষরিক অর্থেই মুশকিল। বাবরের বিয়ে যে ঠিক হয়ে আছে! এ বছরই কোনো একসময় দাম্পত্যজীবন শুরু করবেন পাকিস্তান অধিনায়ক। হবু স্ত্রী তাঁরই চাচাতো বোন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই মুহূর্তে সিরিজ নির্ধারণী টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন বাবর। নিজ শহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এই প্রথম টেস্ট খেলার সৌভাগ্য হলো তাঁর।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা