হোম > খেলা > ক্রিকেট

তাসকিন-শরীফুলের ঝলক, অধরা জয়ের স্বপ্ন বুনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০ বছর, ৫ সফর, ১৯ ম্যাচ—দক্ষিণ আফ্রিকায় স্বাগতিকদের বিপক্ষে তবু জয়ের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। তবে এবার বিব্রতকর ইতিহাস বদলানোর লক্ষ্য নিয়ে গিয়েছে দল। 

লক্ষ্যটা আজই পূরণ হবে কি না, তা ঘণ্টা দুয়েকের মধ্যে নিশ্চিত হওয়া যাবে। তবে দুর্দান্ত সাকিব আল হাসান-লিটন দাসদের দুর্দান্ত ব্যাটিংয়ের পর তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম বোলিংয়ে যে দ্যুতি ছড়াচ্ছেন, তাতে অধরা জয়ের স্বপ্ন দেখতেই পারেন দেশের ক্রিকেটপ্রেমীরা। 

সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ৩১৫ রানের ইমারত ছুঁতে নেমে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম পাওয়ার প্লেতেই ৩ উইকেট খুইয়েছে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫৯ রান। উইকেটে আছেন অধিনায়ক টেম্বা বাভুমা (১৬ *) ও রাসি ফন ডার ডুসেন (১৭ *)। 

টু-পেসড উইকেটে শুরু থেকেই বুদ্ধিদীপ্ত বোলিং করে চলেছেন বাংলাদেশের বোলাররা। চতুর্থ ওভারে ইয়ানেমান মালানকে (৪) মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে প্রোটিয়াদের প্রথম ধাক্বা দেন শরীফুল। 

নবম ওভারে জোড়া আঘাত আনেন তাসকিন। ফেরান কাইল ভেরেইন (২১) ও এইডেন মার্করামকে (০)। তাসকিনের নিচু হয়ে আসা ডেলিভারিতে পরাস্ত হন কুইন্টন ডি ককের অসুস্থতায় সুযোগ পাওয়া ভেরেইন। ৩ বল পরেই মেহেদী হাসান মিরাজের হাতে ধরা পড়েন মার্করাম। 

দক্ষিণ আফ্রিকার প্রয়োজনীয় রান রেট এরই মধ্যে ৭ ছাড়িয়েছে। তবে বাভুমা ও ডুসেন দ্রুত রান তোলার চেয়ে ইনিংস মেরামতেই ঝুঁকেছেন বেশি। 

এর আগে সাকিব, লিটন ও ইয়াসির আলী রাব্বির ফিফটি ৩১৪ রান তোলে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায় এটিই লাল-সবুজ প্রতিনিধিদের সর্বোচ্চ স্কোর।

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু

কোমায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্টিন

এবার ব্যর্থ সাকিব, বড় ব্যবধানে হারল তাঁর দলও

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত