হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিংয়ে নামার আগেই জয়ের আত্মবিশ্বাস পেয়ে যান শান্তরা

অবশেষে নিউজিল্যান্ডের মাঠে চক্রপূরণ হয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাঠে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ। যার মধ্যে সীমিত ওভারের ক্রিকেটের দুই সংস্করণেই প্রথমবারের মতো জয় বাংলাদেশের এসেছে এই সপ্তাহে। দুটিই এসেছে নেপিয়ারের ম্যাকলিন পার্কে।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-নিউজিল্যান্ড। টস জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরু থেকেই কিউইদের চাপে রাখতে থাকেন বাংলাদেশের বোলাররা। ১.৩ ওভারে ১ রানেই নিউজিল্যান্ড হারায় ৩ উইকেট। যার মধ্যে শেখ মেহেদি হাসান প্রথম ওভারেই নিয়েছেন টিম সাইফার্টের উইকেট। এরপর দ্বিতীয় ওভারে ফিন অ্যালেন, গ্লেন ফিলিপস-দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। একটা পর্যায়ে ৫০ রানে হারায় ৫ উইকেট। মিডল অর্ডারে জিমি নিশামের ২৯ বলে ৪৮ রানের ইনিংসের কারণে নিউজিল্যান্ড করতে পেরেছে ১৩৪ রান। 

১৩৫ রান তাড়া করতে নেমে মাঝের দিকে হালকা চাপে বাংলাদেশ পড়েছিল ঠিকই। তবে শেষ পর্যন্ত শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ পেয়েছে সহজ এক জয়। ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শান্ত। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যেভাবে আমরা খেলেছি তাতে আমি খুবই উচ্ছ্বসিত এবং গর্বিত। আমাদের বোলাররা নতুন বলে এই কন্ডিশনে দ্রুত শিখছে। তাদেরকে অল্প রানে বেধে ফেলার পরই আত্মবিশ্বাসী ছিলাম।’ 

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরশু বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে মাউন্ট মঙ্গানুইতে। একই মাঠে ৩১ ডিসেম্বর হবে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি। মাউন্ট মঙ্গানুইতেই ২০২২-এর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে জয় পেয়েছিল বাংলাদেশ।

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার

বিপিএল থেকে বিদায় নিয়ে উইকেটের সমালোচনায় লিটন

শেষ বলে ছক্কা মেরে রংপুরকে বিদায় করলেন সিলেটের ওকস

ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের নতুন দুশ্চিন্তা