হোম > খেলা > ক্রিকেট

কোথায় পিছিয়ে গেছে বাংলাদেশ, বললেন শান্ত

ঢাকা: পাল্লেকেলে টেস্টের পরাজয় এড়াতে কাল শেষ দিনে পুরো তিন সেশন ব্যাটিং করতে হবে বাংলাদেশকে। কঠিন, ভীষণ কঠিন এক কাজ। জিততে হলে প্রয়োজন ২৬০ রান, যেটা এখন পাহাড়সম। হাতে উইকেট রয়েছে ৫টি। নাজমুল হোসেন শান্ত মনে করেন, শেষ দিনে দুর্দান্ত কিছু করতে প্রথম সেশনটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

ম্যাচ বাঁচাতে অপরাজিত দুই ব্যাটসম্যান লিটন দাস ও মেহেদী মিরাজের দিকে তাকিয়ে বাংলাদেশ। দলের স্বীকৃত ব্যাটসম্যান এই দুজনই আছেন। ম্যাচের দৃশ্যপট পরিবর্তন করতে হলে অতীমানবীয় কিছুই করতে হবে তাঁদের। আজ দিনের খেলা শেষে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে নাজমুল বলেছেন, ‘এখনো দুই (স্বীকৃত) ব্যাটসম্যান ব্যাটিং করছে। পরিকল্পনা থাকবে যে দুজন ব্যাটসম্যান যতক্ষণ ব্যাটিং করতে পারে আমাদের জন্য ভালো। প্রথম দুটো ঘণ্টা, প্রথম সেশন যদি আমাদের ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে পারে, পরবর্তীতে ভালো কিছু চিন্তা করতে পারব।’

প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাই বাংলাদেশকে এই টেস্টে পিছিয়ে দিয়েছে বলে মনে করেন শান্ত। বাঁহাতি টপঅর্ডার বলেছেন, ‘প্রথম ইনিংসে আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল আমাদের। ওখানে আমরা একটু পেছনে পড়েছি। ভালো শুরু করেছিলাম। ৩ উইকেটে ২০০ রানের মতো করেছিলাম। ওখান থেকে পরে আর বড় জুটি হয়নি। ওই জায়গায় আমরা পিছিয়ে পড়েছি।’

প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছিলেন শান্ত। বাকি তিন ইনিংসে আর রানের দেখা পাননি ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান। অম্লমধুর এ পারফরম্যান্সের ব্যাখ্যায় শান্ত বলেছেন, ‘ভালো করার পর যেন খুব বেশি খুশি হয়ে না যাই। আবার খারাপ খেললেও খুব বেশি হতাশ হচ্ছি না। ভালো খেলার পর দুটো ইনিংস খারাপ হয়েছে। আজ ভালো শুরুর পরও ইনিংস লম্বা হয়নি। এসব নিয়ে খুব বেশি চিন্তা করছি না। চিন্তা করছি সামনে সুযোগ এলে কীভাবে ভালো করতে পারি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক