হোম > খেলা > ক্রিকেট

মোস্তাফিজদের সঙ্গে কাজ করতে তর সইছে না আগারকারের

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন মোস্তাফিজুর রহমান। মেগা নিলাম থেকে ২ কোটি রুপিতে ‘কাটার মাস্টার’কে দলে টানে দিল্লি ক্যাপিটালস।

মোস্তাফিজের নতুন দল সহকারী কোচ করে এনেছে ভারতের সাবেক পেসার অজিত আগারকারকে। ফ্র্যাঞ্চাইজিটি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। 

আগারকার কাজ করবেন প্রধান কোচ রিকি পন্টিং, বোলিং কোচ জেমস হোপস ও আরও দুই সহকারী কোচ শেন ওয়াটসন ও প্রবীণ আমরের সঙ্গে। 

আইপিএলের গত মৌসুমে সহকারী কোচ হিসেবে কাজ করা মোহাম্মদ কাইফ ও অজয় রাত্রার সঙ্গে আর চুক্তি নবায়ন করেনি দিল্লি। 

মোস্তাফিজের দলকে দিয়েই কোচিংয়ে হাতেখড়ি হচ্ছে ৪৪ বছর বয়সী আগারকারের। নতুন ভূমিকায় কাজ শুরু করতে তর সইছে না তাঁর, ‘দিল্লি ক্যাপিটালসের অংশ হতে পেরে আমি খুব রোমাঞ্চিত। ক্রিকেটে প্রথমে একজন খেলোয়াড় হতে পেরে এবং ভিন্ন ভূমিকায় ফিরে আসতে পেরে আমি যথেষ্ট ভাগ্যবান।’ 

নতুন শিষ্যদের নিয়েও আশাবাদী আগারকার, ‘আমাদের তরুণ ও দুর্দান্ত স্কোয়াড রয়েছে, যার নেতৃত্বে আছে বিশ্বের প্রতিভাবান খেলোয়াড়দের একজন—ঋষভ পন্ত। কোচ রিকি পন্টিং তো এই খেলার কিংবদন্তি। তাদের সঙ্গে কাজ করতে আমি উন্মুখ হয়ে আছি। বিশেষ কিছু স্মৃতি তৈরি করতে আমার তর সইছে না।’ 

ভারতের হয়ে ২৬ টেস্ট, ১৯১ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন আগারকার। তিন সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৩৪৯ উইকেট। টেস্টে ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি আছে লর্ডসে। আইপিএলে তিনি খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা

ইংল্যান্ডকে বড্ড বেকায়দায় ফেলেছে অস্ট্রেলিয়া

বিপিএলে লিটনদের কি টানা ম্যাচ খেলতে দেবে বিসিবি

পুরো আইপিএল খেলতে পারবেন না মোস্তাফিজ

জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশ ম্যাচের কথা মনে করাল নিউজিল্যান্ড

বাজে পরিবেশে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ আয়োজন করে তোপের মুখে বিসিসিআই

সতীর্থরাই ডোবালেন মোস্তাফিজকে