হোম > খেলা > ক্রিকেট

চ্যাম্পিয়ন হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ হওয়ায় খুশি রাইদু 

‘রূপকথার জয়’, ‘রোমাঞ্চকর জয়’-চেন্নাই সুপার কিংস ভক্তরা ২০২৩ আইপিএলের ফাইনাল নিয়ে এমন কিছু চাইলে বলতেই পারেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পায় চেন্নাই সুপার কিংস। রূপকথার এই জয় দিয়ে আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন আম্বাতি রাইদু।

রোববারই রাইদু জানিয়েছিলেন, এবারের আইপিএলে এটাই তার শেষ ম্যাচ। গতকাল রিজার্ভ ডেতে হয়েছে গুজরাট-চেন্নাই ফাইনাল। ১৫ ওভারে ১৭১-এর লক্ষ্যে খেলা চেন্নাইয়ের শেষ দুই বলে জয়ের জন্য দরকার ১০ রান। উইকেটে ছিলেন রবীন্দ্র জাদেজা ও বোলিংয়ে মোহিত শর্মা। শেষ দুই বলে ছক্কা, চার মেরে চেন্নাইকে পঞ্চম শিরোপা এনে দেন জাদেজা। জয় দিয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করতে পেরে খুশি রাইদু। আইপিএল শিরোপা হাতে আজ ভারতীয় এই ব্যাটার টুইট করেন, ‘ষষ্ঠ বারের মতো শিরোপা জিতে বেশ ভালোই লাগছে। চেন্নাইয়ের জন্য এটা বিশেষ এক রাত। আমার জন্যও বিশেষ বটে।’

আইপিএলের শেষ ম্যাচেও কার্যকরী ইনিংস খেলেছেন রাইদু। ৮ বলে ১ চার ও ২ ছক্কায় ১৯ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গতকাল ভারতীয় এই ব্যাটার বলেন, ‘এটা রূপকথার মতো শেষ হয়েছে। এর চেয়ে বেশি কিছু চাই না। এমন ভালো দলে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। জীবনের বাকি অংশটুকু আমি। গত ৩০ বছরে আমি যে পরিশ্রম করেছি, এভাবে জয় দিয়ে শেষ করে বেশ খুশি। আমার পরিবার, বাবাকে ধন্যবাদ জানাতে চাই। তাদের ছাড়া এটা সম্ভব হতো না।’

‘একদম শোয়াই ফেলব’ শান্তর হুঙ্কারের জবাব দিলেন মিরাজও

অভিষেকে খরুচে তাসকিন, স্বরূপে ফিরলেন মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম