হোম > খেলা > ক্রিকেট

ধবলধোলাই এড়িয়ে ১০ পয়েন্ট আফগানদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগেই বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া হয়েছিল আফগানিস্তানের। তবে প্রতিটি ম্যাচেই ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ দশ পয়েন্ট। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানো ও এই দশ পয়েন্ট আদায় করার লক্ষ্য ছিল আফগানদের। ৭ উইকেটের জয়ে সেই প্রাপ্তির স্বাদ পেয়েছেন রশিদ খানরা। রহমতউল্লাহ গুরবাজের সেঞ্চুরি রাঙা ইনিংসে চড়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল সফরকারীরা। 

আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৯৩ রানে থামে বাংলাদেশ। জবাবে ৯ ওভার ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ১০৬ রানের অপরাজিত থেকে দলকে দশ পয়েন্টও নিয়ে দিলেন গুরবাজ। 

বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি দারুণ সূচনা করেন গুরবাজ ও রিয়াজ আহমেদ। সিরিজ হারলেও ওয়ানডে সুপার লিগের দশ পয়েন্ট যে কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ মেলে তাদের ব্যাটে। তাদের ৭৯ রানে জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ৪৯ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন রিয়াজ। 

তিনে এসে গুরবাজকে যোগ্য সঙ্গ দেন রহমত। লম্বা সময় ধরে ব্যাট করে দলকে জয়ের পথে নিয়ে এসেছেন তিনি। তাদের ১০০ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ততক্ষণ ম্যাচ আর বাংলাদেশের দিকে নেই। শুধু উইকেট শিকারেই প্রাপ্তি ছিল বোলারদের। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে দ্বিতীয় শিকার বানান মিরাজ। খানিকপরই ১০৩ বলে সেঞ্চুরি তুলে নেন একপ্রান্ত আগলে রাখা গুরবাজ। তাঁর সেঞ্চুরিতে চড়ে সহজ জয় পায় আফগানিস্তান। 

এর আগে ব্যাট করতে এসে শুরুতে ৪৩ রানের শুভ সূচনা পেয়েছিল বাংলাদেশ। এরপর সাকিব ও লিটনের ব্যাটে বড় স্কোরের আভাস পায় স্বাগতিকরা। তবে এই জুটি ভাঙলে রানের গতি অনেকটা ধীর হয়ে যায়। এরপর লিটনকে ৮৬ রানে ফেরান মোহাম্মদ নবী। তারপর আর কেউই তেমন ভালো কিছু করতে পারেনি, উল্টো মাহমুদউল্লাহর ভুলে তিনটি রানআউটে ১৯৩ রানে থামে স্বাগতিকরা।

কেন ব্যর্থ বাজবল

রুদ্ধশ্বাস জয়ের পরও তলানিতে তাসকিনরা

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা