শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ৭৯ রান দূরে থেকে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। সকালের দুই ঘণ্টা দারুণ পার করেছেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। এই সেশনে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক।
আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ৩৮৫। প্রথম ইনিংসে লঙ্কানদের চেয়ে ১২ রান পিছিয়ে মুমিনুল হকরা। ৮৫ রানে অপরাজিত মুশফিকের সঙ্গী লিটনের স্কোর ৮৮। সেঞ্চুরির খুব নিকটে থেকেই মধ্যাহ্নের বিরতিতে গেছেন তাঁরা।
সকালের দিকে বৃষ্টি নামায় ম্যাচ শুরু হতে আো ঘণ্টা দেরি হয়। সকাল সাড়ে ১০টায় ম্যাচ শুরু হলেও আউটফিল্ড কিছুটা ভেজা ছিল। তবে দিনের খেলা বেশ সাবলীল ব্যাটিংয়ে চালিয়ে দেন মুশফিক-লিটন। লঙ্কান বোলারদের বিপক্ষে দুজনের ব্যাটিং নিয়ন্ত্রণ ৯০-এর বেশি ছিল।