হোম > খেলা > ক্রিকেট

ক্রিকেটের এই নিয়ম কি তবে আইসিসি বদলাচ্ছে

ক্রীড়া ডেস্ক    

ক্রিকেটের একটি নিয়ম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে আইসিসির সভায়। ছবি: ফাইল ছবি

ক্রিকেটের অনেক নিয়ম প্রায় সময়ই বদলে ফেলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। কোনো নিয়ম কয়েক বছর ধরে চলার পর বোর্ড সদস্যদের মাথায় সেটা পরিবর্তনের চিন্তা কাজ করে। এবার ক্রিকেটের একটি নিয়মে আইসিসি পরিবর্তন আনতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

আইসিসি এখন ওয়ানডেতে ইনিংসে দুটি বল ব্যবহারের নিয়ম পাল্টানোর চিন্তা করছে। কোনো ইনিংসের ৩৫তম ওভার থেকে একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে চলতি সপ্তাহে জিম্বাবুয়ের হারারেতে। এটার মানে দাঁড়াল ওয়ানডেতে ইনিংসের ৩৪তম ওভার পর্যন্ত দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহার করা যাবে। কিন্তু ৩৫তম ওভার থেকে দুই প্রান্তেই একটি বল ব্যবহারের সুপারিশ করা হয়েছে। আইসিসি বোর্ডের প্রধান নির্বাহীদের কাছে এমন সুপারিশ করেছে ছেলেদের ক্রিকেট কমিটি। সেখানে বলা হয়েছে, দুটি বলের মধ্যে ইনিংসের ৩৫তম ওভার থেকে কোনটি ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত ফিল্ডিং দল নেবে। অব্যবহৃত বলটি অতিরিক্ত বল হিসেবে রেখে দেওয়া হবে। যদি ব্যবহার করা বলটি হারিয়ে যায় বা নষ্ট হয়, তখন ব্যবহার করা হবে অতিরিক্ত বলটি।

ছেলেদের ক্রিকেট কমিটি ২৫ ওভার পরই একটি বল ব্যবহারের চিন্তা করেছিল। তবে ক্রিকইনফোর গতকালের এক প্রতিবেদনে জানা গেছে, এ ব্যাপারে কমিটির সদস্যদের খুব একটা সাড়া পাওয়া যায়নি। তাঁদের মতে দুই প্রান্ত থেকে ১৭ ওভার করে দুই বল ব্যবহার করে ইনিংসের বাকি সময়ে একটি বল বেছে নেওয়াই যথার্থ। বল পরিবর্তনের যে সুপারিশ করা হয়েছে, তাতে এ মাসের মধ্যেই ক্রিকেট বোর্ডগুলোকে তাদের মতামত জানাতে হবে। বোর্ডগুলো রাজি হলে ওয়ানডের খেলার নিয়মে সেটা অন্তর্ভুক্ত করা হবে। জুলাইয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। নিয়ম পাল্টাতে আইসিসির বোর্ডের অনুমোদনের দরকার হবে না।

বর্তমান নিয়ম অনুসারে ওয়ানডেতে এক ইনিংসে দুই প্রান্ত থেকে দুটি বল ব্যবহারের নিয়ম আইসিসি চালু করে ২০১১ সালের অক্টোবরে। অতীতে মাঝে মাঝে এই নিয়ম দেখা গেছে। এক্ষেত্রে ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপের কথা উল্লেখ করা যেতে পারে। ২০১১-এর আগে বছর কয়েক ওয়ানডেতে ইনিংসের ৩৪তম ওভারের পর বল বদলের নিয়ম ছিল বাধ্যতামূলক। বদলে ফেলা বলটা ছিল ম্যাচের বলের মতো করে ব্যবহার করা।

দুটি নতুন বলে বোলিংয়ের নিয়মেই যে পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে, তা কিন্তু নয়। আইসিসির কাছে টেস্টে ‘টাইমার থিউরি’ চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রতি ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বিরতি দেওয়া হবে। টেস্টে দিনে ৯০ ওভার নিশ্চিত করতেই মূলত এমন ভাবনা। সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই টাইমার চালু আছে। নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে শাস্তির বিধানও রয়েছে। এ ছাড়া ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে পরিবর্তনের সুপারিশও করা হয়েছে। যদিও তাতে তেমন সাড়া মেলেনি। এক্ষেত্রে আইসিসি বোর্ডের অনুমতি লাগবে।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু