ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। সফরটা আপাতত স্থগিত হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) যৌথ সম্মতিতে সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। ইংল্যান্ড বাংলাদেশে আসবে ২০২৩ সালের মার্চে, অর্থাৎ দেড় বছর পর।
এ বছর বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলের খেলার কথা ছিল তিনটি ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি ম্যাচ। পুনর্নির্ধারিত সূচিতেও সমান ম্যাচ খেলার কথা দুই দলের। ইংলিশরা বাংলাদেশ সফর করবে ২০২৩ সালের মার্চের প্রথম দুই সপ্তাহে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ তারা খেলবে ঢাকা ও চট্টগ্রামে।
গতকাল ক্রিকেটের ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছিল, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সফর স্থগিত করে ইংল্যান্ড দলের নিয়মিত কিছু ক্রিকেটারকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে ইসিবি। আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের বাকি অংশ। আইপিএলে না থাকা ইংলিশ খেলোয়াড়েরা অ্যাশেজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সময়টায় বিশ্রামের সুযোগ পাবেন।