হোম > খেলা > ক্রিকেট

‘নো-বল’ নিয়ে নাসের হুসেইনের যে মন্তব্য ভাইরাল 

গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে  ভারত-পাকিস্তান ম্যাচ দারুণ উত্তাপ ছড়িয়েছে। ম্যাচের ফলাফল জানতে অপেক্ষা করতে হয়েছে শেষ বল পর্যন্ত। তবে একটা নো-বল ইস্যু যেন সব কিছুকে ছাড়িয়ে গেছে। তাতে নাসের হুসেইনের একটা মন্তব্য ভাইরাল হয়েছে। যা নাসের আসলে করেননি।

ভারতের ইনিংসের শেষ ওভারের ঘটনা। এই ওভারের চতুর্থ বলে বিরাট কোহলিকে ফুলটস দিয়েছিলেন মোহাম্মদ নওয়াজ। যেটাকে আম্পায়ার নো-বল ডেকেছিলেন। ম্যাচ শেষে এই নো-বল ইস্যুতে এক ভক্ত ভাইরাল করেছেন নাসের হুসেইনকে।   নাসেরের ছবি পোস্ট করেছেন। এরপর নাসেরের বক্তব্য দিয়ে সেই ভক্ত পোস্ট করেছেন, ‘আম্পায়ার কিছু উদ্ভট সিদ্ধান্ত দিয়েছে ভারতের পক্ষে। তবে আমাদের চুপ থাকতে হবে। বিসিসিআই এবং আইসিসির মন খারাপ হবে এমন কিছু বলা যাবে না।’    

নাসের  এরপর টুইট করে  সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। সাবেক ইংলিশ অধিনায়কের টুইট, ‘সবচেয়ে ভালো হবে যদি আপনারা দয়া করে এটা ডিলিট করেন।এটা ভুয়া খবর এবং বিবৃতিটা মিথ্যা। আজকের দিনে এমন দারুণ একটা ম্যাচ নিয়ে এমন মন্তব্য করা উচিত না। ধন্যবাদ।’

এই নো-বল ইস্যুতে অবশ্য কয়েকজন সাবেক ক্রিকেটার টুইট করেছেন। ব্র্যাড হগ টুইটারে লিখেছেন, ‘নো-বল কেন রিভিউ করা হলো না। এরপর কোহলি যখন ফ্রী হিটে বোল্ড হলো, তা কেন ডেড বল হয়নি?’

শোয়েব আখতারের টুইট, ‘নো ডাকার সময় অবশ্যই আম্পায়ারকে  নো বল চেক করা কিংবা ভালোভাবে দেখা উচিত। অথচ এই বলটা নিয়ে দেখাই হলো না।‘

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে