হোম > খেলা > ক্রিকেট

ভারতকে প্রথম তেতো স্বাদ দিতে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

ঘরের মাঠের সুবিধা দারুণভাবে কাজে লাগাচ্ছে ভারত। পিচ, কন্ডিশন এবং গ্যালারির দর্শকসমর্থন কাজে লাগিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত তারা। ছয় ম্যাচের প্রতিটিতেই জিতেছে স্বাগতিকেরা।

ভারতের জয়যাত্রা থামাতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। ধনঞ্জয়া ডি সিলভার বদলি হিসেবে দুশান হেমন্থকে নিয়েছে। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

বিশ্বকাপে মুখোমুখি হওয়া কোনো দলই এখন পর্যন্ত থামাতে পারেনি ভারতকে। আজ কি শ্রীলঙ্কা থামাতে পারবে স্বাগতিকদের? নাকি অন্যদের মতো লঙ্কানদেরও কপালে জুটবে পরাজয়ের হতাশা। সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে। তবে আজ জিতলে একটা প্রতিশোধও নেওয়া হবে শ্রীলঙ্কার।

সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল তারা। প্রথম ব্যাটিং করে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় পায় ভারত। সেই ম্যাচ থেকেই শিষ্যরা অনুপ্রেরণা খুঁজবেন বলে গতকাল জানিয়েছেন কোচ ক্রিস সিলভারউডও।

ভারতের একাদশ: 
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।

শ্রীলঙ্কার একাদশ: 
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দুশান হেমন্থ, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক