মিরপুরে আগামীকাল হতে যাওয়া ম্যাচটি আর শুধু বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টেই সীমাবদ্ধ নয়। এটি এখন মুশফিকের টেস্ট নামে পরিচিতি পেয়েছে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য মুশফিকুর রহিমের শততম টেস্ট উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের বিনা মূল্যে খেলা দেখার সুযোগ আগেও দিয়েছিল বিসিবি। কিন্তু আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্টটি বিশেষ হয়ে উঠেছে মুশফিকের শততম টেস্ট হওয়ায়। শেরেবাংলায় বসে ইতিহাসের সাক্ষী যেন হতে পারেন, সেজন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী-শিক্ষকসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বিনা মূল্যে খেলা দেখার ব্যবস্থা করে দিয়েছে বিসিবি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট বোর্ড। শিক্ষক-শিক্ষার্থীদের ৫ নম্বর গেট দিয়ে ঢোকার সময় আইডি কার্ড দেখাতে হবে। কিন্তু মাঠে ঢোকার সময় বাইরে থেকে কোনো খাবার, পানির বোতল বা নিষিদ্ধ কোনো কিছু নিয়ে ঢোকা যাবে না।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আগামীকাল শততম টেস্ট খেলতে নামছেন মুশফিক। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৬৩৫১ রান করেছেন মুশফিক। সর্বোচ্চ তিন ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসও তাঁর ব্যাট থেকে এসেছে। শততম টেস্টের আগে মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, তাইজুল ইসলাম, লিটন দাসদের কাছ থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন মুশফিক। মিরপুর টেস্টের আগে আজ সংবাদ সম্মেলনটাও হয়ে উঠেছে মুশফিকময়। বাংলাদেশ-আয়ারল্যান্ড দলের প্রতিনিধি হয়ে যাঁরাই এসেছেন, তাঁদের কাছে এসেছে বাংলাদেশের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটারের প্রসঙ্গ। মুশফিককে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স কিংবদন্তি আখ্যা দিয়েছেন। মুশফিকের মধ্যে ১৫০ টেস্ট খেলার ক্ষুধা রয়েছে বলে জানিয়েছেন সিমন্স। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘১০০ টেস্ট ম্যাচ খেলতে হলে আপনাকে লম্বা সময় ধরে খেলতে হবে। একটা সময় বাংলাদেশ বছরে খুব বেশি টেস্ট খেলত না। তাঁর মানে এটার জন্য লম্বা একটা সময় নিয়েছে এবং অবশ্যই আমাদের এটির প্রশংসা করতে হবে। আমি তাঁর সঙ্গে অল্প সময় কাজ করেছি। তবে এটা বুঝতে পেরেছি মুশফিকের পেশাদারত্ব অনেক বেশি। যাঁরা ১০০ বা ১৫০ টেস্ট খেলেছে তাঁদের সবার মধ্যে ভালো করার প্রচেষ্টা ছিল। এটা মুশফিকের মধ্যেও আছে।’
আয়ারল্যান্ডের প্রতিনিধি হয়ে মিরপুরে আজ সংবাদ সম্মেলনে এসেছেন প্রধান কোচ হাইনরিখ মালান ও হ্যারি টেক্টর। মুশফিককে নিয়ে টেক্টর বলেন, ‘বাংলাদেশের হয়ে ১০০ টেস্ট খেলা অসাধারণ অর্জন। যখনই কেউ দেশের হয়ে শততম টেস্ট খেলবে, ব্যাপারটি সত্যিই অনুপ্রেরণামূলক। ২০ বছরের ক্যারিয়ারে সব মিলিয়ে অসাধারণ খেলেছে।’ মুশফিকের শততম টেস্ট উপলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মুশফিককে দুইটা অটোগ্রাফসমৃদ্ধ জার্সি দেওয়া হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট শুরুর আগে। একটা পাবেন তাঁর প্রথম টেস্ট অধিনায়ক হাবিবুল বাশার সুমনের কাছ থেকে। আরেকটা মুশফিককে দেবেন বর্তমান টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।