ডারবান টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণ সামলানোর চ্যালেঞ্জ নিয়ে। ১ উইকেট হারিয়ে ৮৫ রান তুলে প্রথম সেশনটা ভালোই কাটিয়েছে সফরকারীরা। ষষ্ঠ উইকেটে ৮২ রানের জুটিতে দলকে এগিয়ে নিচ্ছেন ওপেনার মাহমুদুল হাসান জয় আর লিটন দাস। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৩ রান।
আগের দিন অফ স্পিনার সাইমন হারমারের ঘূর্ণিতে ১০০ রানের আগেই চার উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। ফলোঅনের শঙ্কাও জাগা অস্বাভাবিক ছিল না। তৃতীয় দিনের শুরুতে ফিরে যান নাইটওয়াচম্যান তাসকিন আহমেদ। এরপরের গল্পটা বাংলাদেশের এগিয়ে যাওয়ার, আর প্রোটিয়াদের হতাশার। প্রোটিয়াদের হয়ে দিনের একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার লিজার্ড উইলিয়ামস। ধৈর্যের প্রতিমূর্তি হয়ে উইকেটে টিকে আছেন জয়। তাঁকে সঙ্গ দিচ্ছেন লিটন।
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করেছেন জয়। ২৩০ বলের ইনিংসে বলতে গেলে দক্ষিণ আফ্রিকান বোলারদের কোনো সুযোগই দেননি। ৮ চার আর এক ছক্কায় ৮০ রানে অপরাজিত আছেন তিনি। জয়ের সঙ্গী লিটন অপরাজিত আছেন ৯০ বলে ৪১ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি চারের মারে।