হোম > খেলা > ক্রিকেট

দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশ মেয়েদের বিশ্বকাপ দল

আজকের পত্রিকা ডেস্ক­

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে থাকবেন সুমাইয়া আক্তার, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফিয়া আশিমা ইরা।

বিশ্বকাপের আগে মেয়েদের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চারটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। ম্যাচগুলো হবে ৩ থেকে ৯ জানুয়ারির মধ্যে। দল শ্রীলঙ্কায় রওনা দেবে ২ জানুয়ারি। আর মালয়েশিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ১৮ জানুয়ারি, ফাইনাল ২ ফেব্রুয়ারি।

অনূর্ধ্ব-১৯ দল নিয়ে নির্বাচক সজল চৌধুরী এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা দল গঠনে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সবকিছুই বিবেচনায় রেখেছি। দলে বৈচিত্র্য আছে। বাঁহাতি স্পিনার, পেসার এবং কয়েকজন ভালো অলরাউন্ডার রাখা হয়েছে। সদ্য সমাপ্ত এশিয়া কাপের দল থেকে মাত্র দুটি পরিবর্তন আনা হয়েছে। মালয়েশিয়ার কন্ডিশন মাথায় রেখে দল ঘোষণা করা হয়েছে। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় ম্যাচ খেলে মেয়েরা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। একই কন্ডিশনে ম্যাচ হওয়ায় শ্রীলঙ্কার এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা (সহ-অধিনায়ক), মোসত ইভা, ফাহমিদা ছোয়া, হাবিবা ইসলাম পিংকি, জুয়াইরিয়া ফেরদৌস, ফরিয়া আক্তার, ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, লাকি খাতুন, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা

চাপ সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ক্রিকেটারের সেঞ্চুরি

পয়েন্ট কাটা নয়, বাংলাদেশের চাওয়া গুরুত্বের সঙ্গেই দেখছে আইসিসি: বিসিবি

পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন জেনেও তাঁদের নিয়ে বিশ্বকাপের দল দিল নিউজিল্যান্ড

বিশ্বকাপে কেমন দল দিল বাংলাদেশের গ্রুপ প্রতিদ্বন্দ্বী নেপাল