হোম > খেলা > ক্রিকেট

দুই ছক্কার পর ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করবেন ভাবেননি শরীফুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৩ সাল ছিল শরীফুল ইসলামের ক্রিকেট ক্যারিয়ারের অসাধারণ এক বছর। কদিন আগেই তাঁর প্রত্যয় ছিল, ২০২৪ সালেও সেই ছন্দ ধরে রাখবেন বলে। সেই কথা আর কাজে মিল রাখাই যেন শুরু করেছেন এই বাঁহাতি পেসার।

বিপিএলের প্রথম ম্যাচেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে দারুণ এক উইকেটে হ্যাটট্রিক করেছেন দুর্দান্ত ঢাকার শরীফুল। যার কল্যাণে দলও নিজেদের প্রথম ম্যাচে পেয়েছে দুর্দান্ত জয়। শরীফুল ৪ ওভারে ২৭ রান দিয়ে ম্যাচসেরার পুরস্কারও তুলেছেন হাতে।

তাই ম্যাচ শেষে তৃপ্ত শরীফুল বললেন, ‘আলহামদুলিল্লাহ, গত বছর যেভাবে শেষ করেছি এ বছর সেভাবে শুরু করতে চাই। আলহামদুলিল্লাহ, প্রথম ম্যাচটা ওরকম হয়েছে। চেষ্টা করব বাকি ম্যাচেও এভাবে পারফরম্যান্স করার।’

কুমিল্লার ২৩ রানে আউটন হন অধিনায়ক লিটন দাস। কিন্তু দ্বিতীয় উইকেটে ইমরুল-হৃদয় জুটি স্কোরে যোগ করেন ১০৭ রান। মূলত তাসকিন আহমেদ-শরীফুলের তোপ দাগানো বোলিংয়ে সুবিধা করতে পারেন বর্তমান চ্যাম্পিয়নরা। শেষ ২ ওভারে কুমিল্লা হারায় ৫ উইকেট।

ইনিংসের শেষ তিন বলে খুশদিল শাহ, রোস্টন চেজ ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ফেরান শরীফুল। তাতে বিপিএলের ৭ম হ্যাটট্রিক লেখা হলো এই বাঁহাতি পেসারের নামে। যেকোনো ক্রিকেটে এটাই তাঁর প্রথম হ্যাটট্রিক। কিন্তু যখন হ্যাটট্রিক করছিলেন তখন শরীফুল স্ত্রীসহ পরিবারের সদস্যরা গ্যালারিতে।

তাই শরীফুলের কাছে এই হ্যাটট্রিকের মাহাত্ম্য একটু ভিন্ন, ‘খুব ভালো অনুভূতি, বিশেষ করে আমার পরিবার আজকে মাঠে এসেছে প্রথম খেলা দেখতে এবং সেদিনই আমার হ্যাটট্রিক হয়েছে এটা খুব ভালো লাগছে। কিন্তু চিন্তা ভাবনা হ্যাটট্রিক ছিল না। চিন্তা করেছি আমার হাতে তখনো বল আছে আরও তিনটা, (২টা ছক্কার হজমের পর) ভালোভাবে ফিরে আসতে পারব। হয়তোবা এখান থেকে একটা উইকেট নিতে পারব। কিন্তু হ্যাটট্রিকটা...।’

শেষ ওভারে পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহর ব্যাটে দুটি ছক্কা হজম করে ডট বলের চিন্তা করছিলেন শরীফুল। মাথায় ছিল না হ্যাটট্রিক কিংবা উইকেট নেওয়া। তিনি বললেন, ‘দুটা ছক্কা খাওয়ার পর মনে করছিলাম কীভাবে রান চেক দেওয়া যায়। কারণ, হয়তো আরেকটা যদি ছয় খেতাম স্কোরটা বড় হয়ে যেত। আমার লক্ষ্যটা ছিল যেন ডট বল করতে পারি।’

সাকিবের রেকর্ড ভেঙে আইসিসির সেরাদের তালিকায় তাইজুল

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক