হোম > খেলা > ক্রিকেট

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক    

রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এই অভিজ্ঞ ব্যাটার। ছবি: সংগৃহীত

দুই দিন ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।

বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলবেন উইলিয়ামসন। ঢাকায় পা রেখে আজই মাঠে নামবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। সে ম্যাচ খেলবেন উইলিয়ামসন।

উইলিয়ামসনের বিষয়টি নিশ্চিত করতে গিয়ে নিজেদের অফিসিয়াল ফেসবুকে পেজে এক পোস্টে রাজশাহী লিখেছে, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ রাতে কোয়ালিফায়ার-২ এর আগে কেন উইলিয়ামসন রাজশাহী ওয়ারিয়র্স ক্যাম্পে যোগ দিয়েছেন।’

উইলিয়ামসন রাজশাহী শিবিরে যোগ দিতে পারেন– সম্প্রতি এমন ইঙ্গিত দিয়েছিলেন দলটির আরেক কিউই তারকা ক্রিকেটার জিমি নিশাম। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘উইলিয়ামসনের সঙ্গে নিয়মিতই কথা হয়। বছরের পর বছর একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। গত কয়েকদিন বিপিএলের শেষভাগে রাজশাহীর হয়ে খেলার বিষয়ে কথা হয়েছে। তবে সে এখন এসএ২০ খেলছে। কিছু ফলাফলের ওপর বিষয়টা নির্ভর করছে। আশা করছি তাকে এখানে আনতে পারব। মনে হচ্ছে, অনেকদিন ধরে সে এখানে খেলতে আসে না।’

এসএ টি-টোয়েন্টির প্লে অফ থেকে বাদ পড়েছে ডারবান সুপার জায়ান্টস। তাই বিপিএল খেলার সুযোগ পেয়েছেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে ডারবানের হয়ে ৬ ম্যাচে ১১০ রান করেন তিনি। এবার বিপিএলের ফাইনালে ওঠার মিশনে সিলেটের বিপক্ষে খেলতে নামার অপেক্ষায় উইলিয়ামসন।

১৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল রাজশাহী। কিন্তু চট্টগ্রামের কাছে হেরে ফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছে নাজমুল হোসেন শান্তর দল। ফাইনালে জায়গা করে নিতে আরেকটি সুযোগ পাচ্ছে তারা। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে সিলেটকে।

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস

বাংলাদেশ-ভারতের রাজনৈতিক বৈরিতা নিয়ে লিটনের ‘নো অ্যানসার’

বিশ্বকাপের আগমুহূর্তে দুশ্চিন্তা বেড়েই চলেছে দক্ষিণ আফ্রিকার